শিরোনাম
◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ◈ কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন মোদি ◈ রাজপথ দখলের চেষ্টা করছে আ.লীগ, সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার ◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ১১:১৬ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ বছরের বৈভব সূর্যবংশি আইপিএল খেলবেন!

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য মেগা নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে বৈভব সূর্যবংশি। তার নাম থাকাটা নিঃসন্দেহে চমক জাগানিয়া। ভারতের এই বাঁহাতি ব্যাটারের বয়স স্রেফ ১৩ বছর ছাড়িয়েছে গত মার্চে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিলামের জন্য বাছাইকৃত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। সেখানে নাম রয়েছে ৫৭৪ জনের। ‘আনক্যাপড’ বা অভিষেক না হওয়া ক্রিকেটার হিসেবে কিশোর বৈভব আছে সেই তালিকার ৪৯১ নম্বরে। বলাই বাহুল্য, আইপিএলের ইতিহাসে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় সে।

বৈভবকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় চর্চা অবশ্য আরও আগেই শুরু হয়েছে। গত জানুয়ারিতে পাটনায় রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে তার। সেসময় বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছিল, বৈভবের অফিসিয়াল বয়স ১২ বছর ২৮৪ দিন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার চেয়ে কম বয়সে অভিষেক হয়েছে আর মাত্র ৬ জনের। - ডেইলি স্টার

ভীষণ প্রতিভাবান বৈভব এখন পর্যন্ত পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। ১০ গড়ে তার ব্যাট থেকে এসেছে ঠিক ১০০ রান। সর্বোচ্চ ইনিংস ৪১ রানের। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেকে এখনও মেলে ধরতে না পারলেও তার সামনে অনেক সময় পড়ে আছে সামর্থ্যরে প্রমাণ রাখার জন্য।

বয়সভিত্তিক পর্যায়ে অবশ্য এরই মধ্যে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছে বৈভব। গত অক্টোবরে চেন্নাইয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে সেঞ্চুরি করে সে। সেদিন তার বয়স ছিল ১৩ বছর ১৮৮ দিন। এতে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়ে বৈভব।

শুধু তাই নয়, যুব টেস্টের ইতিহাসে বৈভবের ওই সেঞ্চুরি ছিল দ্বিতীয় দ্রুততম। বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে মাত্র ৫৮ বলে শতরানের স্বাদ নেয় সে। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মঈন আলীর দখলে। সাবেক ইংলিশ অলরাউন্ডার ২০০৫ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫৬ বলে শতক পেয়েছিলেন।

আইপিএলের ২০২৫ সালের আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় মেগা নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। চূড়ান্ত তালিকায় থাকাদের মধ্যে ভারতের ৩৬৬ ও বিদেশি ২০৮ জন। বিদেশিদের মধ্যে তিন ক্রিকেটার আছেন আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে। ‘আনক্যাপড’ খেলোয়াড়দের মধ্যে ভারতের ৩১৮ ও বিদেশি ১২ জন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়