শিরোনাম
◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি ◈ পিএসএল: রিশাদ ২ উইকেট পে‌লেও তার দল লাহোর কালান্দাস হে‌রে গে‌ছে  ◈ বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে টাকা, অঢেল সুযোগ! জন্মহার বৃদ্ধি করতে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের ◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ১২:২৪ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে: ফাহিম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজে এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে মিরপুর শের-ই-বাংলায় নিজেদের প্রস্তুত করছে তারা। ইতিমধ্যে জার্সিও উন্মোচন করেছে রংপুর রাইডার্স। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

রংপুরের গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়া নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ফাহিম। দেশের ক্রিকেটকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার এটি একটি সুযোগ বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও রংপুরকে অভিনন্দন জানিয়েছেন বিসিবির এই পরিচালক। ডেইলি ক্রিকেট

ফাহিম বলেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনও হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে।
‘রংপুর রাইডার্সকে অভিনন্দন। তারা এই মুহূর্তে যতগুলো দল ছিল, তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে। একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে, সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে। আমরা আশা করবো তারা ওখানে ভালো করবে।

আগামী ২২ নভেম্বর গ্লোবাল সুপার লিগে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে রংপুর। এই টুর্নামেন্টে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে রংপুর, এমন আশা প্রকাশ করেন বিসিবি পরিচালক ফাহিম।  

তিনি বলেন, শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা। আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করবো তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আগামী ২৭ নভেম্বর শুরু হবে গ্লোবাল সুপার লিগের এই আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়