শিরোনাম
◈ বাংলাদেশিদের নিয়ে এবার অদ্ভুত দাবি অমিত শাহর ◈ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জামায়াতে ইসলামের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই : জাহিদুল ইসলাম ◈ আ.লীগসহ ২৫ দলের মতামত না চাওয়ার কারণ জানালো নির্বাচন সংস্কার কমিশন ◈ দেশ টিভির এমডি আরিফ হাসান আটক ◈ ভারত-চীনের সাথে ‘কৌশলগত ভালো সম্পর্ক’ থাকায় বাংলাদেশকেও যুক্তরাষ্ট্রের প্রয়োজন ◈ সাফজয়ী নারী দলকে সেনাবাহিনী ও বিওএ সংবর্ধনা জানাবে, পুরস্কার দেবে কোটি টাকা ◈ পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া ◈ বাংলাদেশ গেমস ও যুব গেমস আগামী বছর  ◈ দুই দিন ধরে বাড়িতে ঝুলছিল ইউপি চেয়ারম্যানের লাশ ◈ বাংলাদেশে মমতা ব্যানার্জীর সরকার চলছে, দাবি ভারতের প্রতিমন্ত্রীর (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ১২:২৪ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে: ফাহিম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজে এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে মিরপুর শের-ই-বাংলায় নিজেদের প্রস্তুত করছে তারা। ইতিমধ্যে জার্সিও উন্মোচন করেছে রংপুর রাইডার্স। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

রংপুরের গ্লোবাল সুপার লিগে খেলতে যাওয়া নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ফাহিম। দেশের ক্রিকেটকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার এটি একটি সুযোগ বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও রংপুরকে অভিনন্দন জানিয়েছেন বিসিবির এই পরিচালক। ডেইলি ক্রিকেট

ফাহিম বলেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনও হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে।
‘রংপুর রাইডার্সকে অভিনন্দন। তারা এই মুহূর্তে যতগুলো দল ছিল, তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে। একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে, সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে। আমরা আশা করবো তারা ওখানে ভালো করবে।

আগামী ২২ নভেম্বর গ্লোবাল সুপার লিগে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে রংপুর। এই টুর্নামেন্টে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে রংপুর, এমন আশা প্রকাশ করেন বিসিবি পরিচালক ফাহিম।  

তিনি বলেন, শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা। আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করবো তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আগামী ২৭ নভেম্বর শুরু হবে গ্লোবাল সুপার লিগের এই আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়