শিরোনাম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ১২:০২ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে মালদ্বীপের বিরুদ্ধে বছরের শেষ ম্যাচ খেলবে  বাংলাদেশ

 নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে লড়াই করেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। উল্টো তারা একমাত্র গোলে হেরে গেছে মালদ্বীপের কাছে। সেই হারের জ্বালা মেটাতে আজ সন্ধ্যায় জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দলটি। চলতি বছরে আন্তর্জাতিক ফুটবলে মাত্র এক জয়। সংখ্যাটা বাড়াতে শেষ সুযোগ রাকিব-মোরসালিনদের। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। 

চলমান চুক্তি শেষ হওয়ার আগে হেড কোচ হাভিয়ের কাবরেরারও শেষ ম্যাচ এটি। জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য পুরো দলের। মালদ্বীপও চাইছে দুই ম্যাচ জিতে দেশে ফিরতে। বছরের শেষ ম্যাচের প্রস্তুতি। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচটা জিততে পারলে, এই প্রস্তুতিটা হতে পারত, উৎসবের ক্ষণগণনা। অথচ বাংলাদেশ অনুশীলন সেরেছে ক্লোজড ডোর। দর্শকের প্রত্যাশা আর গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে ম্যাচের চাপে মনোযোগ বৃদ্ধির চেষ্টা।

অন্যদিকে এ বছরের দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় মালদ্বীপ, প্রথম ম্যাচ জিতে ফুরফুরে, সঙ্গে দ্বিতীয়টিতেও ভালো করার চ্যালেঞ্জ। বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে বেশ সতর্ক প্রতিপক্ষ হেড কোচ, তবু তাদেরও জয়েই নজর।
ফিলিস্তিনের কাছে ৫-০ গোলের হারে বছর শুরু করা বাংলাদেশ, মাঝে শুধু ভুটানকে হারিয়েছে। এবার মালদ্বীপকে হারিয়ে বছর শেষ করার লক্ষ্য। এই ম্যাচের ওপর অনেক কিছুই নির্ভর করছে। মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ কেমন প্রতিপক্ষ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়