শিরোনাম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ১১:৫২ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: হালে পানি পেলো না পোল্যান্ড। পর্তুগালের আক্রমণ সামলাতে দিশাহারা দলটি। মুহুর্মুহু আক্রমণে ক্রিশ্চিয়ানো রোনালদো করেন জোড়া গোল। ফলে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। আর এই জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল।

নিজ দেশের শহর পোর্তোতে পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে পর্তুগালরা। কিন্তু ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াওদের ফিনিসিং ব্যর্থতায় প্রথমার্ধ থাকে গোল শূন্য। দ্বিতীয়ার্ধে শুরু হয় পর্গুগালের গোল উৎসব। নুনো মেন্ডিসের ক্রসে দারুন হেডারে দলকে প্রথম লিড এনে দেন রাফায়েল লিয়াও। ৭০ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে বল লাগায় পেনাল্টি পায় পর্তুগাল। 

সুযোগ কাজে লাগিয়ে ৭২ মিনিটে নিজের প্রথম আর দলের দ্বিতীয় গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৮০ মিনিটে গোলের দেখা পান ব্রুনো ফার্নান্দেস। দুরপাল্লার জোড়ালো শটে স্কার শিটে নাম তোলেন এই মিডফিল্ডার। তিন মিনিট পর পর্তুগালকে ৪-০তে এগিয়ে দেন পেদ্রো নেতো, গোলের জোগান দেন ক্রিশ্চিয়ানো। তবে ৮৭ মিনিটে রোনালদো নিজেই আবারো স্কোর শিটে নাম তোলেন।এবার ভিতিনিয়ার ক্রসে অনবদ্য বাইসাইকেল কিকে চলমান নেশন্স লিগে নিজের পঞ্চম গোলটি করেন সিআর সেভেন। 

যা ৩৯ বছর বয়সি এই ফুটবলারের জাতীয় দলের হয়ে রেকর্ড ১৩৫ তম গোল। আর পেশাদার ফুটবলে রোনালদোর গোল সংখ্যাটা দাড়ালো ৯১০ এ। ম্যাচের ৮৮ মিনিটে পোলিশরা এক গোল শোধ দিলেও ঠিকই ৫-১ গোলে বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গ্রুপ সেরা পর্তুগাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়