শিরোনাম
◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ ◈ মে ও জুন মা‌সে দশটি আন্তর্জা‌তিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ◈ কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন মোদি ◈ রাজপথ দখলের চেষ্টা করছে আ.লীগ, সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার ◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৪, ০২:২৫ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য ব্রাজিল-আর্জেন্টিনার কত পয়েন্ট দরকার?

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে ২-১ গোলে হেরেছে, তবে সাউথ আমেরিকান বাছাইপর্বে শীর্ষে থাকা দলটির আসন্ন এই মেগা আসরে খেলা এক প্রকার নিশ্চিতই বলা চলে। অন্যদিকে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ড্র করেছে ভেনেজুয়েলার সাথে তবে তারাও মোটামুটি নিরাপদই বলা চলে। দেখে নেওয়া যাক কত পয়েন্ট হলে ব্রাজিল ও আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে নিজেদের দেখতে পারবে।

দু’দলেরেই হাতে আছে ৭ ম্যাচ। সেগুলো থেকে মাত্র দুই জয় দিয়ে প্রায় নিশ্চিতভাবে ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট পেতে পারে লিওনেল মেসির দল। তবে ব্রাজিলকে জিততে হবে আরও বেশি।

প্যারাগুয়ের মাঠে হারের পরেও আর্জেন্টিনা ২২ পয়েন্ট নিয়ে সাউথ আমেরিকান বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন দলটি এখন পেরুর বিপক্ষে বোকা জুনিয়র্সের মাঠে একটি জয় পেলে ২৫ পয়েন্টে পৌঁছাতে পারবে, যা তাদের ২০২৬ বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করতে পারে।

অন্যদিকে ভেনেজুয়েলার মাঠে ড্র করা ব্রাজিল বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলের তিনে। সেক্ষেত্রে হাতে থাকা ম্যাচগুলোর ৪টি জিতলে ব্রাজিলও নিজেদের নিরাপদ ভাবতে পারে।

বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য ব্রাজিল-আর্জেন্টিনার কত পয়েন্ট দরকার?
ড্রয়ের পর আরেকটু সৌভাগ্যের আকাঙ্ক্ষা ব্রাজিলের কোচের
২০২৬ সালের বিশ্বকাপের জন্য মূল পর্বে দক্ষিণ আমেরিকা থেকে আরও দুটি দল যোগ হওয়ায় এবার কম পয়েন্টেই যোগ্যতা অর্জন সম্ভব হবে। পূর্বের আসরগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণত ২৭ পয়েন্ট অর্জন করলেই দলগুলো নিশ্চিতভাবে যোগ্যতা অর্জন করেছে।

পূর্ববর্তী আসরগুলোর পয়েন্ট বিশ্লেষণ:

২০০২: ৬ষ্ঠ স্থান দখল করে কলম্বিয়া (২৭ পয়েন্ট)।

২০০৬: ৬ষ্ঠ স্থানে কলম্বিয়া (২৪ পয়েন্ট)।

২০১০: ৬ষ্ঠ স্থানে ইকুয়েডর (২৩ পয়েন্ট)।

২০১৮: ৬ষ্ঠ স্থানে চিলি (২৬ পয়েন্ট)।

২০২২: ৬ষ্ঠ স্থানে কলম্বিয়া (২৩ পয়েন্ট)।

আর্জেন্টিনার এখন পর্যন্ত ২২ পয়েন্ট, এবং তাদের সামনে আরও ৭টি ম্যাচ রয়েছে। বর্তমান পারফরম্যান্স বিবেচনায়, এই দলটি সহজেই বাকি ম্যাচগুলো থেকে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করতে পারবে বলে মনে করা হচ্ছে। ব্রাজিলও সাম্প্রতিক বাজে ফলাফলের পর খেলা অনেকটাই গুছিয়ে নিয়েছে।

সাউথ আমেরিকান বাছাইপর্বে বর্তমান পয়েন্ট তালিকা:

পজিশন দল পয়েন্ট ম্যাচ জয় ড্র পরাজয়

১ আর্জেন্টিনা ২২ ১১ ৭ ১ ৩

২ কলম্বিয়া ১৯ ১০ ৫ ৪ ১

৩ ব্রাজিল ১৭ ১১ ৫ ২ ৪

৪ উরুগুয়ে ১৬ ১০ ৪ ৪ ২

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে আর্জেন্টিনা-ব্রাজিল তাদের ফোকাস ধরে রাখবে এবং আগামী ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে বলেই মনে করে ভক্তরা। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়