শিরোনাম
◈ মার্কিন গোয়েন্দা সংস্থার নয়া অধিকর্তা তুলসী গ্যাবার্ড কে? বিজেপির সঙ্গেও ‘নৈকট্য’ ◈ বাংলাদেশের ১২ ক্রিকেটার আইপিএলের নিলামে, কার ভিত্তিমূল্য কত? ◈ স্ত্রীর মোহরানাও ঋণের অন্তর্ভুক্ত, অনাদায়ে স্বামীর ঘাড়ে তা ঋণ স্বরূপ বহাল থাকবে ◈ খাদ্য অধিদপ্তরের চাল মজুদ করে ব্র্যান্ডের প্যাকেটে বিক্রি ◈ ‘মাকে হত্যা’ করে ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় ◈ দায়বদ্ধতা থেকেই অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে: জ্বালানি উপদেষ্টা ◈ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের প্রভাবের কাছে নত হতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ◈ আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ◈ জিল্লুর রহমানের যত অভিযোগ সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে! ◈ মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি নারী-শিশুসহ ৫১ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রঞ্জি ট্রফিতে ইতিহাস, আনশুলের এক ইনিংসে ১০ উইকেট শিকার

স্পোর্টস ডেস্ক: ভারতের পেসার আনশুল কাম্বোজ বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন। তিনি রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে দশ উইকেট শিকার করলেন আনশুল।

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন আনশুল। লাহিলের বানসি লাল ক্রিকেট স্টেডিয়াম তাকে হতাশ করেনি। প্রথম দুই দিনে আট উইকেট শিকার করা আনশুল আজ (শুক্রবার) কেরালার বাকি দুই উইকেট তুলে নিয়েছেন হরিয়ানার এই পেসার। তাতেই রেকর্ড বুকে ওঠে আনশুলের নাম।

সব মিলিয়ে ৩০.১ ও্যভারে ৪৯ রান দিয়ে ১০ উইকেট শিকার করেন আনশুল। যা হরিয়ানার হয়ে সেরা বোলিং ফিগার। আগের সেরা ছিল জগিন্দর শর্মার। ২০০৪-০৫ মৌসুমে বিদর্ভর বিপক্ষে ২৪ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছিলেন ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ পেসার।

আনশুলের আগে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন বাংলার প্রেমাংশু চ্যাটার্জি ও রাজস্থানের প্রদীপ সুন্দরাম। প্রেমাংশু ১৯৫৬-৫৭ ও প্রদীপ ১৯৮৫-৮৬ সালে এই কীর্তি গড়েছিলেন।

সব মিলিয়ে আনশুল ভারতের ষষ্ঠ বোলার, যে এক ইনিংসে দশ উইকেট শিকার করেছে। সুবাস গুপ্ত, দেবাশীষ মোহান্তি ও অনিল কুম্বলের এই কীর্তি আছে।

পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে দশ উইকেট শিকার করেছিলেন কুম্বলে। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল ও ইংল্যান্ডের জিম লেকার এই কীর্তি গড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়