শিরোনাম
◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত ◈ প্রধান উপদেষ্টার কাতার সফরে এলএনজি ও ভিসা ইস্যু ছাড়াও যেসব বিষয় গুরুত্ব পাবে ◈ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন: ১০-১৫ জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে, ঘটনার সূত্রপাত যেভাবে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ১২:১৭ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলজিয়ামকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইতালি, ইসরায়েলে হোঁচট খেলো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: নব্বই মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শক্তিশালী বেলজিয়ামের উয়েফা নেশন্স লিগ থেকে বিদায়। অনেক গুলো গোলের সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। প্রতিপক্ষ ইতালির গোলরক্ষকের দৃঢ়তায় গোলবঞ্চিত বেলজিয়াম। এদিন তাদের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালি। অন্যদিকে শেষ আটে জায়গা করে নিলেও ইসরায়েলের বিপক্ষে হোঁচট খেলো ফ্রান্স।

শুক্রবার (১৫ নভেম্বর) নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ ‘২’ এর গুরুত্বর্পূ ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারায় ইতালি। অন্যদিকে একই গ্রুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স ও ইসরায়েল। বেলজিয়ামের দুর্দশা যেন কোনোভাবেই কাটছে না। কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়াদের ছাড়া ছন্নছাড়া দল। চার ম্যাচ পর জাতীয় দলে ফিরে বাঁচা-মরার লড়াইয়ে জ্বলে উঠতে পারেননি তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুও। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না বেলজিয়ামের সামনে। 

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালিকে আতিথেয়তা দেয় বেলজিয়াম। কিন্তু শেষ পর্যন্ত পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে এক ম্যাচ হাতে থাকতেই উয়েফা নেশন্স লিগ থেকেই বিদায় নিতে হলো দলটির।

 ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথায় গোল হজম করে স্বাগতিক বেলজিয়াম। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে পড়েন জিওভান্নি ডি লোরেনজো। বেলজিয়ামের ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল বাড়িয়ে দেন সান্দ্রো টোনালির উদ্দেশে। ফাঁকা জালে বল জড়িয়ে তিনি মাতেন উৎসবে।

 পিছিয়ে পড়ার পর অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। ১১টি শটের ৩টি গোলমুখে রেখেও দ্বিতীয়বার জালের দেখা পায়নি ইতালিও। তাতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আজ্জুরিরা। এ জয়ে ‘এ’ লিগের গ্রুপ ‘২’ থেকে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করেছে ইতালি। অন্যদিকে ৫ ম্যাচে তৃতীয় হারে ছিটকে গেল বেলজিয়াম।

তাদের বিদায়ে একই গ্রুপে থাকা ফ্রান্স ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে ইসরায়েলের বিপক্ষে ঘরের মাঠে পুরোটা সময় আধিপত্য করেও গোলের দেখা পায়নি কিলিয়ান এমবাপ্পেবিহীন দলটি। ৭১ শতাংশ সময় বল দখলে রেখে ২৪ শট নিয়ে তারা ৮টি রেখেছিল গোলমুখে। কিন্তু ফরাসিদের বারবারই হতাশ করেছেন ইসরাইলের গোলরক্ষক ড্যানিয়েল পেরেজ। আসরে ৫ ম্যাচ খেলে প্রথম কোনো পয়েন্টের দেখা পেলো ইসরায়েল। তাদের বিদায় নিশ্চিত হয়েছে আরও আগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়