শিরোনাম
◈ চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক, কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে ◈ আজহারীর কড়া সমালোচনা: ‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ ধর্মীয় মূল্যবোধকে করেছে উপেক্ষা, বিলুপ্তির দাবি ◈ সৎ মাকে নির্যাতনের মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ কাশ্মীরে পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে পেছনে কারা জানা প্রয়োজন: আসিফ নজরুল ◈ কাশ্মীর হামলায় ভারতের 'রাজনৈতিক ফায়দা' তোলার চেষ্টা: পাকিস্তানি গণমাধ্যমের অভিযোগ ◈ হেফাজত নেতাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়া হচ্ছে: আসিফ নজরুল ◈ আদালতে ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু–শহিদুল হক–ছাত্রলীগ নেতা ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে মামলায় আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট ◈ দিল্লি নেমেই বিমানবন্দরেই জরুরি নিরাপত্তা বৈঠক মোদির ◈ কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় গর্জে উঠলেন গম্ভীর! ক্রিকেটার‌দের প্রতিবাদ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ১২:০৯ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা মোহাম্মদ আশরাফুলের

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের প্রশিক্ষক মোহাম্মদ সালাহউদ্দিনকে সম্প্রতি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে দলের সাথে ওয়েস্ট ইন্ডিজে গেছেন তিনি। তবে সালাহউদ্দিনকে আরও আগে নিয়োগ দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে তা দেশিদের জন্য উপকারী বলে মনে করেন আশরাফুল। তিনি বলেন, বিসিবি এ সিদ্ধান্ত (সালাহউদ্দিনকে নিয়োগ) নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে। - ডেইলি ক্রিকেট

লম্বা সময় ধরে বাংলাদেশের হয়ে খেলেছেন আশরাফুল। ক্যারিয়ারের শেষ পর্যায়ে জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশের প্রথম সুপার স্টার। তবে ক্রিকেট ছেড়ে কোচিং পেশার সাথে যুক্ত হয়েছেন আশরাফুল। জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছে আশরাফুল জানালেন, তিনি আগে দক্ষতা বাড়াতে চান।

‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় যেতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়’- বলছিলেন আশরাফুল
কোচ হিসেবে আশরাফুলের যাত্রা শুরু হয়েছে। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়