শিরোনাম
◈ শেখ হাসিনার বক্তব্যে অস্বস্তিতে সরকার ও রাজনৈতিক দলগুলো, জবাব চাওয়া হলে উত্তর মেলেনি ◈ বক্তব্য প্রত্যাহার করেছেন নুরুল হক নুর ◈ ১৫ বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবিলা করা সহজ নয়: আসিফ নজরুল ◈ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, কী পদক্ষেপ নিচ্ছে সরকার? ◈ ফেসবুকে ‘হারপিক’ নিয়ে তোলপাড়, জানা গেল কারণ ◈ উপদেষ্টা মাহফুজের গ্রেপ্তারের ভুয়া তথ্য নিজের ফেসবুক পেজে শেয়ার করলেন জয় ◈ ভাইরাল ভিডিও প্রসঙ্গে যা বললেন বিদ্যা সিনহা মিম ◈ বাবার মারধরে মৃত্যু, ২৫টি হাড় ভাঙা ছিল ফুটফুটে শিশুটির ◈ মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান কী ছিল, যা বললেন আমির (ভিডিও) ◈ কাকরাইলে বড় জমায়েতে সাদপন্থিদের জুমা আদায়  

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ১২:০৮ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ সালাহ চলতি মৌসুমে লিভারপুলের হয়ে  সব শিরোপা জিততে চান 

স্পোর্টস ডেস্ক: ইংলিশ ক্লাব লিভারপুল এবার কোচ আর্নে স্লটের অধীনে চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে। প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষে। আর এমন ভালো শুরুর পর এখন মৌসুমে সবকিছুতে জয়ে চোখ দলটির মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর।

এবারের মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন সালাহও। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত এই ফরোয়ার্ড গোল করেছেন ১০টি। সহায়তাও করেছেন মোট ১০ গোলে। তার দুর্দান্ত ছন্দে প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আছে লিভারপুল। অন্যদিকে ৩২ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচ জিতে আছে পয়েন্ট তালিকার সবার ওপরে। -অলআউট স্পোর্টস

আগামী গ্রীষ্মে অ্যানফিল্ডে সালাহর চুক্তি শেষ হতে চলেছে। কিন্তু নতুন চুক্তির বিষয়ে দু’পক্ষ থেকে এখনও কোনো কিছু জানা যায়নি। ফলে তাকে দলে ভেড়াতে ইতোমধ্যেই ইউরোপ ও সৌদি আরবের বিভিন্ন ক্লাব আগ্রহ দেখিয়েছে। তবে ৩২ বছর বয়সী এই তারকা আপাতত লিভারপুলের হয়ে শিরোপা জেতার দিকেই মনোযোগী।

লিভারপুলের ইউটিউব চ্যানেলের এক অনুষ্ঠানে সালাহর কাছে এবারের মৌসুমে লক্ষ্য নিয়ে জানতে চাওয়া হলে বলেন, “সব জিততে চাই। আমার মতে, আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি। সবাই আমাদের যে আন্ডারডগ মনে করে, এটা আমার অপছন্দ।

আমাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে... প্রতিটি পজিশনে, আপনি এমন খেলোয়াড় পাবেন যারা বিশ্বের সেরা তিন জনের মধ্যে একজন। তাহলে কেন আমরা জিতব না? এই শহর এবং ক্লাবকে সবসময় সবকিছুর জন্য লড়াই করতে হবে।

২০২২ সালে নতুন চুক্তি সই করার পর থেকে বর্তমানে লিভারপুলের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হলেন সালাহ। এই মিশরীয় ছাড়াও চলতি মৌসুম শেষে অলরেডদের সঙ্গে ভার্জিল ফন ডাইক ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের চুক্তির মেয়াদ শেষ হবে। এর মধ্যে আলেকজান্ডার-আর্নল্ডকে দলে নিতে বেশ আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়