স্পোর্টস ডেস্ক: বিসিবির সভাপতি হওয়ার পরেই ফারুক আহমেদ জানিয়েছিলেন, এবার নতুন আঙ্গিকে হবে বিপিএল। তারই ধারাবাহিকতায় এবারের বিপিএলের মাসকটও বেছে নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ডানা ৩৬।
শান্তির প্রতীক হিসেবে দেখা যাবে একটি পায়রাকে। মাসকটটিকে স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যায়, ডানা বিস্তৃত, আনন্দদায়ক ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে পায়রাটি একটি ক্রিকেট ব্যাট ধরে আছে। যেখানে গ্রাফিতি শিল্পের কাজও লক্ষ্য করা যায় বেশ ভালোভাবেই। পায়রাটির পালকের রঙিন গ্রাফিতি প্যাটার্ন এবং ব্যাট বাংলাদেশের স্বাধীনতা, ইতিবাচক শক্তি এবং সাংস্কৃতিক গর্বের থিম উপস্থাপন করে।
মাসকটটি ক্রিকেট নিয়ে রোমাঞ্চ, উদযাপন ও উজ্জীবিত চেতনা বহন করে। - ডেইলি ক্রিকেট
স্বাধীনতার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য মাসকটটি ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। শান্তি ও স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে পায়রাকে দেখানো হয়েছে, যেটি একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে। মাসকটের গ্রাফিতিটি আধুনিক, তারুণ্যের স্পর্শময়, যা সমসাময়িক ক্রিকেট ভক্তদের প্রগতিশীল, প্রাণবন্ত প্রাণশক্তির সাথে বাংলাদেশের ঐতিহ্যগত মূল্যবোধকে একসুতোয় গেঁথেছে।
সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। ৭ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসরের।