শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর মাঠে গড়াবে আগামী ৩০ ডিসেম্বর থেকে। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিওর মাধ্যমে চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর লড়াইয়ের মাধ্যমে এবারের আসর শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে । 

সূচিতে দেখা গেছে, গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। প্রথমদিন দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল মুখোমুখি হবে। তবে বিপিএলের ঢাকা পর্ব এবার খুবই সংক্ষিপ্ত করা হয়েছে। প্রথম পর্বে ঢাকায় ম্যাচ রাখা হয়েছে চারদিন। অর্থাৎ ৩০, ৩১ ডিসেম্বর ও ২, ৩ জানুয়ারি ঢাকায় আটটি ম্যাচ হবে।

এরপর দ্বিতীয় পর্ব হবে সিলেটে। সেখানে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে। এরপর তৃতীয় পর্বে চট্টগ্রামে যাবে বিপিএল। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শেষ পর্বে ঢাকায় ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচ হবে। ৭ ফেব্রুয়ারি আসরের ফাইনাল রাখা হয়েছে।

এর আগে ঢাকায় ৩ ফেব্রুয়ারি প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ রাখা হয়েছে। ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। উল্লেখ্য, এবারের বিপিএলে অংশ নেয়া সাত দল হলো- ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়