শিরোনাম
◈ লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে: সারজিস আলম ◈ শেষ মি‌নি‌টের গো‌লে অ্যাস্টন ভিলাকে হারা‌লো ম্যানচেস্টার সিটি ◈ পিএসএল: রিশাদ ২ উইকেট পে‌লেও তার দল লাহোর কালান্দাস হে‌রে গে‌ছে  ◈ বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে টাকা, অঢেল সুযোগ! জন্মহার বৃদ্ধি করতে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের ◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৪, ১১:০১ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমিত সেঞ্চুরি করলেও এক রানের আক্ষেপ পিনাক ঘোষের

স্পোর্টস ডেস্ক: দুর্দন্ত খেলেছেন পিনাক ঘোষ। তবে আপসোস থেকে গেলো তার। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়তে হয়েছে তাকে।  তবে কক্সবাজারের একাডেমি মাঠে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন অমিত হাসান। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এই দুজনের ইনিংসে তিন উইকেটে ২৪৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে সিলেট বিভাগ।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরু থেকে অবশ্য খুলনা বিভাগের দাপটই অব্যাহত ছিল। পঞ্চম ওভারের মধ্যে সিলেটের ওপেনিং জুটি ভেঙে দেয় খুলনা। উইকেট নেন শেখ মেহেদী। ১২ বলে চার রান করা ওপেনার তৌফিক খান তুষারকে দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করেন তিনি।- ক্রিকফ্রেঞ্জি

সাত রানে প্রথম উইকেট হারানো সিলেট দলীয় ২৬ রানে মুবিন আহমেদ দিশানকে হারান। তবে তখন আউট হননি দিশান, আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর পিনাকের সঙ্গে ১৬৮ রানের জুটি গড়েন অমিত।

এই জুটিতেই দলটি বড় স্কোরের পথে এগিয়ে যায়। এই জুটিও ভাঙেন মেহেদী। ৯৯ রানে থাকা পিনাক ঘোষ তার বলে উইকেটের পেছনে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দিয়ে ফিরে যান। ২১৮ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা হাঁকান পিনাক।

এরপর আবারও মাঠে নামেন দিশান। অমিতের সঙ্গে তার জুটি বেশীক্ষণ স্থায়ী হতে দেননি মেহেদী। দিশানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে বিদায় করেন তিনি। ফেরার আগে ৪১ বলে তিনটি চারে ২১ রান করেন দিশান।
২১৪ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায়। এরপর আরও ১৩ ওভারের মতো দিনের খেলা হলেও আর উইকেট পড়েনি সিলেটের। এরমধ্যে সেঞ্চুরি তুলে নেন ইনফর্ম ব্যাটার অমিত। ২২৮ বলে আটটি চার ও একটি ছক্কায় ১০৯ রানে অপরাজিত আছেন এই ব্যাটার।

তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন আসাদুল্লা আল গালিব। ২৭ বলে আট রানে অপরাজিত আছেন তিনি। খুলনার হয়ে ৮২ রান খরচায় তিনটি উইকেটই নেন মেহেদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়