শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৪, ০৪:০৪ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগের ম্যাচের মত ইনিংসটাকে লম্বা করতে পারলেন না সৌম্য সরকার, খেলাটি সরাসরি দেখুন

ভালো খেলতে খেলতে আরও একবার উইকেট দিলেন সৌম্য

ভালো সম্ভাবনা জাগিয়ে তুলছেন, দারুণ দারুণ কিছু শটসও খেলছেন; কিন্তু আগের ম্যাচের মত ইনিংসটাকে লম্বা করতে পারলেন না সৌম্য সরকার। আজও তিনি আউট হয়ে গেলেন ৩৫ রান করে। রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১২। ৪০ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন ৭ রান নিয়ে।

প্রথম ম্যাচে খুব ভালো অবস্থানে থাকার পরও লজ্জাজনক পরাজয় বরণ করতে হলো বাংলাদেশকে। আজ শারজায় সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের। হারলেই সিরিজ খোয়াতে হবে। জিতলে সম্ভাবনা বেঁচে থাকবে সিরিজ জয়ের।

এমন পরিস্থিতিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমকে নিয়ে বেশ ভালো সূচনাই করে বাংলাদেশ। ৩.২ ওভারে ২৮ রানের জুটি গড়ে ফেলেন তারা দু’জন।


কিন্তু সেই আল্লাহ মোহাম্মদ গজনফারের রহস্যময় ঘূর্ণির রহস্যভেদ করতে পারলেন না তানজিদ তামিম। আগের বলটি ছিল ফুলটস। যে কারণে শট খেলেছিলেন তিনি। পরের বলটাও ফুলটসের মত ছিল; কিন্তু শেষ মুহূর্তে ফুলটস হয়নি।

আগের বলের মতই শট খেলতে গিয়ে মিড অনে আলতো করে ক্যাচটা তুলে দিলেন তামিম। হাত তুলে খাপ মেরেই ছিলেন যেন মোহাম্মদ নবি। ক্যাচ উঠতেই তালুবন্দী করে নিলেন তিনি।

এরপর নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারের জুটিটা দারুণভাবে জমে উঠছিলো। কিন্তু সেটা ৬৭ রানের বেশি টিকলো না। রশিদ খানের ঘূর্ণিতে লেগ বিফোর হয়ে গেলেন সৌম্য। ৪৯ বল মোকাবেলা করে ২টি চার ও ২টি ছক্কায় ৩৫ রান করে আউট হন সৌম্য। আগের ম্যাচে করেছিলেন ৩৩। এবার ৩৫। অর্থ্যাৎ, পরপর দুই ম্যাচেই সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যু ঘটালেন সৌম্য।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়