শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৪, ১২:৪২ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নতি ঘরে বসে হবে না, ভারতীয় দলকে কপিল দেবের কড়া বার্তা

স্পোর্টস ডেস্ক: দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। সদ্য সমাপ্ত এই সিরিজে ভারতের টপ অর্ডার ব্যাটারদের ফর্ম ভুগিয়েছে স্বাগতিক দলকে। বেশ কয়েকটি ভালো ইনিংস এলেও সামগ্রিকভাবে ভালো করতে পারেননি ভারতীয় ব্যাটাররা।

এ নিয়ে ভারতের ক্রিকেটারদের মৌলিক বিষয়গুলোতে জোর দিয়ে অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। উন্নতির জন্য মাঠে কঠোর পরিশ্রম করতে হবে এর বিকল্প নেই বলে বার্তা দিয়েছেন ভারতের এই সাবেক ব্যাটার। - ক্রিকফ্রেঞ্জি

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, মৌলিকত্বে ফিরে যান। অনুশীলন, অনুশীলন এবং অনুশীলন করুন। যদি বলেন, ঘরে বসে উন্নতি করব, তাহলে তো হবে না। যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তাহলে আরও অনুশীলন করুন। যত বেশি অনুশীলন করবেন, তত ভালো হবে।

কিউইদের বিপক্ষে সর্বশেষ টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও ভারতকে হারতে হয়েছে ২৫ রানে। তারা ১৪৭ রানের সহজ লক্ষ্য পাড়ি দিতে পারেনি মুম্বাইতে। এই সিরিজ দিয়েই দীর্ঘ ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের স্বাদ পেয়েছে ভারত। 

এর পেছনে অনেকেই দায়ী মনে করেন ভারতের সিনিয়র দুই ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। ৬ ইনিংসে রোহিত ৯১ ও কোহলি করেছেন মোটে ৯৩ রান। তাদের ফ্যাঁকাসে পারফরম্যান্সে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

ভারত প্রায় পুরো মৌসুম শীর্ষে থাকলেও নিউজিল্যান্ড সিরিজের পর তারা নেমে গেছে দুই নম্বরে। তাদের ফাইনালে খেলা না খেলা নির্ভর করছে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের ওপর। আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে অজিদের বিপক্ষে ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়