স্পোর্টস ডেস্ক: এই ইংলিশ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে প্রায় ১ হাজার (৯৭৩) উইকেটের মালিক। কখনোই খেলেননি আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে। প্রকৃতপক্ষে জিমি অ্যান্ডারসনকে রঙিন পোশাকেই তাকে খুব একটা দেখা যায়নি।
বয়সটা যখন ৪২, আন্তর্জাতিক ক্রিকেটেও পড়ন্ত বেলা। অথচ এখন কিনা আইপিএল খেলার ইচ্ছে ইংলিশ তারকার। সামনেই আইপিএলের মেগা নিলাম, দল পেতে আগ্রহী হিসেবে নাম লিখিয়েছেন। - ডেইলি ক্রিকেট
টেস্টে একমাত্র পেসার হিসেবে ৭০০ এর বেশি উইকেটের মালিক জানালেন কেন এই অবেলায় খেলতে চান আইপিএল। নিজের জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে চান জিমি।
তিনি যেমনটা বলছিলেন, 'আমার মনে হয় এখনও আমি খেলার ক্ষমতা রয়েছে। আইপিএলে কোনও দিন খেলিনি। এই অভিজ্ঞতা আমাকে আরও কিছু দিন খেলা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।'
ইতোমধ্যে ইংল্যান্ডের মেন্টর হিসেবে কাজ করেছেন এই পেসার। অথচ খেলতে চান আইপিএল। তার দর্শনটা অবশ্য আলাদা। আইপিএলে খেলে কোচিং ক্যারিয়ারের জন্যই জ্ঞান সমৃদ্ধ করতে চান।
তিনি জানান, 'আমি কয়েক দিন কোচিং করিয়েছি। ইংল্যান্ড দলের মেন্টর ছিলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কোচিং করাতে পারি। আইপিএল খেললে ক্রিকেটের জ্ঞান আরও কিছুটা বাড়বে। সেই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে।'
এবারের আইপিএল নিলামের জন্য অ্যান্ডারসনের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ রুপি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম।
আপনার মতামত লিখুন :