শিরোনাম
◈ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন বাইডেন ◈ ৫০ বছর পরও এই রায়ের কথা মনে করবে মানুষ : হাইকোর্ট ◈ ঢাবিতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে যা বললেন শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বিএনপি নেতার হাতে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক লাঞ্ছিত! ভিডিও ◈ আদালত থেকে কারাগারে নেয়ার সময় ছাত্রলীগ নেতা মীমকে গণপিটুনি (ভিডিও) ◈ সুইজারল্যান্ডে আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ লন্ডনযাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার! (ভিডিও) ◈ ট্রাম্পের বিজয়ে খুশি সৌদি আরব, সতর্ক কাতার ◈ হাছান মাহমুদ'র ভিডিও বার্তা নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ বিতর্কিত বক্তব্যের জন্য শোকজ সমন্বয়ক হাসিব: জবাবে যা বলছেন 

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০৮:৪১ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডে খেলতে পারবেন না মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিবেদক: মুশফিকুর রহিম আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছেন। এই চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেষ দুই ম্যাচ থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আফগানিস্তানের ইনিংসের ৪৯ তম ওভারে এই ঘটনা ঘটে। তখন বোলিংয়ে ছিলেন মুস্তাফিজুর রহমান। তার বল তালুবন্দি করতে গিয়ে হাতে ব্যথা পান মুশফিক। প্রাথমিক শুশ্রূষা করে পরে বাকি ম্যাচ খেলেছেন তিনি। এই চোটের কারণে ব্যাটিং অর্ডারেও নিচের দিকে নামতে হয় তাকে।

ম্যাচের পরই মুশফিকের এক্স-রে করানো হয়েছিল। সেই রিপোর্ট এরই মধ্যে বিসিবির কাছে পৌঁছেছে। জানা গেছে তার বাঁ হাতের তর্জনিতে চিড় ধরা পড়েছে। এ কারণেই সিরিজের বাকি দুই ওয়ানডেতে তাকে আর দেখা যাবে না। তাকে পর্যবেক্ষণে রাখবেন বিসিবির চিকিৎসকরা।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯২ রানে হারের ম্যাচে সাত নম্বরে নেমে তিন বলে এক রান করেন মুশফিক। মোহাম্মদ গাজানফারের বলে স্টাম্পিং হন তিনি।

শারীরিক অসুস্থতার কারণে এই সিরিজে খেলছেন না লিটন দাস। ফলে বাকি দুই ম্যাচে জাকের আলী অনিকের ওপরই নির্ভর করতে হচ্ছে বাংলাদেশ দলকে। এদিকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ।

সেখানে আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, থাকছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজও। সেই সিরিজেও মুশফিকের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তার আঙুলের চোটের আগ্রগতির ওপর নির্ভর করবে মুশফিকের ক্যারিবীয় সফরে যাওয়া না যাওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়