শিরোনাম
◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০৪:৫৯ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব আল হাসানের স্ত্রী শিশির কাকে ভোট দিলেন, ট্রাম্প নাকি কমালা হ্যারিসকে

স্পোর্টস ডেস্ক: রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে তিনি দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবারও দারুণভাবে রাজনৈতিক প্রত্যাবর্তন করলেন ট্রাম্প। 

এ নির্বাচনে আলোচিত বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও ভোট প্রদান করেছেন। বুধবার (৬ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাতে স্টিকারযুক্ত একটি ছবি পোস্ট করে জানান, তিনি এবারও ভোট দিয়েছেন। তবে তিনি কাকে ভোট দিয়েছেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি। - চ্যানেল২৪

ভোটের রাতে সাকিবের সঙ্গে নিউইয়র্কের ফাঁকা রাস্তায় ঘোরার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে শিশির লিখেন, নিউইয়র্কের ফাঁকা রাস্তা আমাদের খুব প্রিয়। যদিও শিশিরের ফেসবুকে থাকা তথ্য অনুযায়ী, তিনি মার্কিন নির্বাচনের অন্যতম ব্যাটেলগ্রাউন্ড স্টেট উইসকিনসনের বাসিন্দা।

এবার উইসকিনসনে ৪৯.৭ শতাংশ ভোট পেয়ে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। অন্যদিকে নিউইয়র্কে ৫৫.৪ শতাংশ ভোট পেয়ে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হয়েছেন।

প্রসঙ্গত, মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমলা হ্যারিসের চেয়ে এবার শুধু ইলেকটোরাল কলেজ ভোটে নয়, পপুলার ভোটেও উল্লেখযোগ্য ব্যবধানে জিতেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৮ লাখ ৮৪ হাজার ৩৪৯টি ভোট। আর পরাজিত প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৮৬৭ ভোট।  

২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তখনকার ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পপুলার ভোট প্রায় দুই শতাংশ কম পেয়েছিলেন। বিবিসির খবর অনুযায়ী, ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্প ২৭৯টি এবং কমলা ২২৩টি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।

এবারের মার্কিন নির্বাচন শুধু আমেরিকার জন্য নয়, বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেখানে শিশিরের মত প্রবাসী বাংলাদেশিরাও ভোট দিয়ে এই নির্বাচনের অংশ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়