শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ০৮:৩৭ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার আরব আমিরাতে রওনা হবে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক: ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বেসবল ইউনাইটেড আরব ক্লাসিক বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল।

আন্তর্জাতিক এই বেসবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৯টি দেশ। অংশগ্রহণকারী দেশগুলো হলো সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান, ফিলিস্তিন ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। প্রতিযোগিতায় বাংলাদেশের ১৮ সদস্যের জাতীয় বেসবল দল অংশগ্রহণ করবে। 

দুই গ্রুপে ভাগ হয়ে ৯টি দল লিগ ভিত্তিতে অংশগ্রহণ করবে। বাংলাদেশ খেলবে এ’ গ্রুপে। গ্রুপ পর্বে ৭ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে ৮ নভেম্বর আফগানিস্তান ও ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত ও ভারতের বিপক্ষে।

বি’ গ্রুপের দলগুলো হলো ফিলিস্তিন, শ্রীলংকা, নেপাল ও সৌদি আরব।
আগামী বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে বাংলাদেশ বেসবল দলের ১২ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। 

বাংলাদেশ জাতীয় বেসবল দল : 
খেলোয়াড় : মো: আব্দুস ছালাম চৌধুরী, তন্ময় দাস, আজগর হোসেন, মো: মোসাব্বেরুল, মো: শহীদ আহমেদ, মো: ইমরান খান, মো: মোমিনুল ইসলাম, মো: জনি হক, মো: রেদোয়ান হোসেন মিদুল, মো: রিপন, মো. গোলাম মাওলা, মো: এহসানুল হক ফাইজান। 

স্ট্যান্ডবাই : আজিজুল হক হাকিম, আল আমিন হোসেন রিপন 
দলনেতা : রওনক আলম 
টিম ম্যানেজার : আমিনুল ইসলাম লিটন 
প্রধান কোচ : হিরোকি ওয়াতানাবে, 
কোচ : আজম আলী খান, রফিক মিয়া চৌধুরী

  • সর্বশেষ
  • জনপ্রিয়