শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ক্রিকেটে বরিশালের বিরুদ্ধে রাজশাহীর লিড

স্পোর্টস ডেস্ক: আগের দিনই বরিশাল বিভাগ ২০৫ রানে অল আউট হয়েছিল। জবাবে ১ বলের জন্য নেমে কোনো উইকেট না হারিয়েই রাজশাহী বিভাগ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল। তৃতীয় দিনে তারা ২৭৫ রান করে অল আউট হয়েছে। ফলে তারা ৭০ রানের লিড নিশ্চিত করেছে।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বরিশাল ৩ ওভারে ১০ রান করে দিনের খেলা শেষ করেছে। আব্দুল মজিদ ৮ ও ইফতেখার হোসেন ১ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। এদিকে দিনের শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাব্বির হোসেনকে হারায় রাজশাহী।- ক্রিকফ্রেঞ্জি

এরপর হাবিবুর রহমান ও মিজানুর রহমান মিলে যোগ করেন ৪১ রান। হাবিবুর ফেরেন ২৭ রান করে। আর মিজানুরের ব্যাট থেকে সেছে ২১ রান। এরপর ফরহাদ হোসেন ৭ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে রাজশাহী।

যদিও মেহরব হোসেন ও প্রিতম কুমারের ব্যাতে দুশো পেরিয়ে লিডের স্বপ্ন দেখে দলটি। প্রিতম পেতে পারতেন সেঞ্চুরি। তিনি ১৪৯ বলে ৮০ রান করে আক্ষেপে পুড়েছেন। এরপর নিহাদ উজ জামানের ৩৩ ও ওয়াসি সিদ্দিকির অপরাজিত ৩৪ রানে ভালো লিড নিশ্চিত করে রাজশাহী।

বরিশালের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রুয়েল মিয়া ও সালমান হোসেন ইমন। দুটি উইকেট পেয়েছেন মঈন খান আর একটি করে উইকেট পান তানভির ইসলাম ও মইনুল ইসলাম। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হওয়া এই ম্যাচের শেষদিনে নাটকীয় কিছু না হলে নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়