শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বাংলাদেশের রপ্তানি প্রবাহে ভারতীয় বাধা: ট্রান্সশিপমেন্ট বন্ধে পোশাক খাত হুমকির মুখে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় ভারতীয় ক্রিকেটারদের সমালোচনায় কুম্বলে

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। এমন ব্যর্থতার পর দেশটির সাবেক ক্রিকেটাররা কড়া সমালোচনা করছেন রোহিত শর্মা

র দলের। ভারতের সাবেক প্রধান কোচ অনিল কুম্বলেও ভারতীয় দলের সমালোচনায় যোগ দিয়েছেন।
তিনি ভারতীয় ব্যাটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রোহিত-কোহলিরা পিচ ঠিকঠাক পড়তে পারছেন কিনা তা নিয়েও প্রশ্ন রেখেছেন তিনি। এই বিষয়টিকে ভারতীয় দলের জন্য শঙ্কার বলেও সতর্ক করেছেন সাবেক এই ভারতীয় স্পিনার। মাঠে নামার আগেই তারা যেভাবে স্পিনারদের ভয়ে কুঁকড়ে যাচ্ছে তা নিয়ে সমালোচনা করেছেন কুম্বলে। ক্রিকফ্রেঞ্জি 


স¤প্রতি তিনি বলেছেন, আমার মনে ভারতীয় ব্যাটারদের মনে পিচের জুজু চেপে বসেছে। পাঁচটা ইনিংসে ভারত যেভাবে ব্যাট করেছে, বিশেষত ওইরকম ব্যাটিং লাইন আপ যখন মাত্র একটা সেশনে গুটিয়ে যাচ্ছে, সেটা দেখেই বোঝা যায় ব্যাটাররা কেমন মানসিকতা নিয়ে খেলতে নামছে।


উপমহাদেশের বাইরের দলগুলো বরাবরই স্পিনে কিছুটা দুর্বল হয়ে থাকে। সেই হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টেই স্পিন উইকেট নিয়ে লড়াইয়ে নেমেছিল ভারত। তবে এক এজাজ প্যাটেলই ভারতীয় ব্যাটারদের ঘুম হারাম করে দিয়েছেন।


সিরিজের প্রথম টেস্টে ভারত ৪৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। সেই ধাক্কা পুরো সিরিজেই বয়ে বেরিয়েছে ভারতীয় দল। শেষ টেস্টে টানটান উত্তেজনা তৈরি করে ভারতকে ২৫ রানে হারিয়ে হোয়াইটওয়াশও করেছে কিউইরা। তাই তাদের প্রশংসা করেছেন কুম্বলে।


তিনি বলেন, কেমন পিচে খেলা হবে সেটা ভারতীয় দলকে বুঝতে হবে। ম্যাচ জিততে স্পিন সহায়ক উইকেট বানানো হয়েছিল। কিন্তু সেখানে নিউজিল্যান্ড দারুণ খেলে ম্যাচ জিতে বেরিয়ে গেল। মাত্র ২৫ রানে ম্যাচ জিতলেও কিউইদের কৃতিত্ব দিতেই হবে। অন্যদিকে ভারত সামান্য চাপের মুখেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়