শিরোনাম
◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৪, ১২:১২ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দর্শকদের দ্রুত গতিতে ভিসা পাওয়া নিশ্চিত করবে পিসিবি

স্পোর্টস ডেস্ক: দিন যত ঘনিয়ে আসছে, ততোই উত্তপ্ত হচ্ছে ক্রিকেট বিশ্ব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। বিশেষ করে, পাকিস্তানের মাটিতে ভারতের আসা-না আসা নিয়ে আলোচনা দীর্ঘ হচ্ছে বেশ কিছুদিন ধরে। ভারতের পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ধরেই নিচ্ছে ভারত পাকিস্তানে যাবে। সেক্ষেত্রে ভারতীয় দর্শকদের পাকিস্তানের আসার ভিসা যেন দ্রুতগতিতে হয়, সেটি নিশ্চিত করতে চায় পিসিবি।

সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারতের অংশগ্রহণ প্রসঙ্গে কথা বলেছেন। ভারত আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও নাকভি ধরেই দিচ্ছেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসবে। ক্রিকফ্রেঞ্জি

তিনি বলেন, 'আমরা ভারতীয় ভক্তদের জন্য টিকিটের একটি বিশেষ কোটা রাখব এবং আমরা ভিসা প্রদানের নীতি দ্রুত করার চেষ্টা করব। ভারতীয় দলের এখানে আসা উচিত। আমি তাদের এখানে আসা স্থগিত করা বা না আসার কোন কারণ দেখছি না। আমরা আত্মবিশ্বাসী যে আমরা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি সব দলকে নিয়েই আয়োজন করবো।

তবে ভারতীয় দল পাকিস্তানে যাবে কি যাবে না, তার সবটাই নির্ভর করে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই এবং দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর। যদি শেষ মুহূর্তে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে বিকল্প কি হবে, সেটিও আগে থেকেই ভেবে রাখছে আইসিসি।

ভাবছে বিকল্প ভেন্যুর কথাও। ভারত পাকিস্তানে না গেলে হয়ত হাইব্রিড মডেলে মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতে পারে। এর আগে ২০২৩ এশিয়া কাপও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল।

পিসিবির পাশাপাশি পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া বিশ্লেষকরাও মনে করেন, এবার অন্তত ভারত তাদের মাটিতে খেলতে আসবেন। বিভিন্ন মাধ্যমে ভারতীয় ক্রিকেটাররাও আগ্রহ জানিয়েছে পাকিস্তানে খেলতে যাওয়ার। আগ্রহ জানিয়েছে দেশটির ক্রিকেটের সবচাইতে বড় দুই তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়