শিরোনাম
◈ অর্থ আত্মসাৎ অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ ◈ সেভিয়াকে হারিয়ে দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ ◈ আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে? ◈ অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড ভারতের মাথা ব্যথার কারণ  ◈ দিল্লিতে অবৈধ ১৭৫ বাংলাদেশিকে চিহ্নিত করলো পুলিশ, শহরজুড়ে তল্লাশি ◈ ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে অপ্রত্যাশিত বলছেন আলাউদ্দিন বাবু ◈ দীর্ঘ বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত: কোচ সালাহউদ্দিন ◈ বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা (ভিডিও) ◈ বিশেষ বিধান জারি বাংলাদেশ ব্যাংকের ◈ ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ১১:২৭ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিওনেল মেসি অবসরের পর কোচিংয়ে আগ্রহী নন

স্পোর্টস ডেস্ক: গুঞ্জনের যেন শেষ নেই লিওনেল মেসির অবসর নিয়ে। তবে এই তারকা বরাবরের মতোই বলেছেন সময় হলেই নিজের বুটজোড়া তুলে রাখবেন। কিন্তু অবসরের পর কি করবেন তিনি? এই প্রশ্নে মেসি অবশ্য কোচিং পছন্দ না করার কথাই জানালেন। আপাতত মাঠেই নিজের বাকি সময়টুকু কাটানোর ব্যাপারে জানান তিনি।  
ইতালিয়ান সংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সঙ্গে ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য সাক্ষাৎকারে মেসি নিজের ক্যারিয়ারের পরবর্তী সময়ে কি করবেন এই ব্যপারে জানান। সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড এই বিষয়টিও রেখেছেন নিজের মধ্যে। আপাতত মাঠে খেলাই তার আসল উদ্দেশ্য।  

মেসি বলেন, ‘আসলে আমি জানি না অবসরের পর কি করবো। আমি কোচ হতে চাই না। কিন্তু এখনও সবকিছু পরিস্কার নয়। আমি এমন একজন যে দিনের পর দিন শুধুই খেলাধুলা নিয়ে ভাবতে থাকি। আপাতত আমি খেলা, অনুশীলন করা এবং মাঠে মজা করার কথাই ভাবছি। 

এর আগে মেসিকে অবশ্য প্রশ্ন করা হয় অবসর নিয়ে। ঠিক কবে অবসর নেবেন তিনি। এই ব্যাপারে মেসির উত্তর আগের মতোই। এমনকি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা, তাও পরিস্কার করে বলেননি সাবেক এই বার্সা তারকা।  
আর্জেন্টাইন তারকা বলেন, আমি সত্যিই জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। আমাকে অনেক প্রশ্ন করা হয় এটা নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আপাতত আমার চাওয়া বছরটা ভালোভাবে শেষ করা। এরপর ভালো একটা প্রাক-মৌসুম কাটিয়ে নতুন বছর শুরু করা। গত বছর এটা (প্রাক-মৌসুম) পারিনি, কারণ অনেক সময় ছিল আমাদের। 

এরপর সেখান থেকে আমি দেখব, কেমন করছি এবং কেমন লাগছে। আমরা কাছাকাছি আছি, তবে পাশাপাশি এটাও সত্যি, অনেক সময় এখনও বাকি এবং ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আপাতত বেশি দূরে না তাকিয়ে প্রতিটি দিনে থাকতে চাই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়