শিরোনাম
◈ আ.লীগ ভোটে অংশ নিতে পারবে কি না, মুখ খুললেন আসিফ নজরুল ◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ১১:১৫ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসের বাড়িতে গহনা চুরি, মূল্যবান জিনিসপত্র গায়েব

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই পাকিস্তান সফরে ছিল ইংল্যান্ড দল। দলের সঙ্গে পাকিস্তানে ছিলেন অধিনায়ক বেন স্টোকস। সেই সময়ে ইংল্যান্ডে তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ অক্টোবর কয়েকজন মুখোশধারী চোর ক্যাসেল ইডেন এলাকায় তার বাড়ি থেকে গয়না এবং মূল্যবান জিনিসপত্র চুরি করেছে।

স্টোকসের চুরি হয়ে যাওয়া জিনিসের মধ্যে আছে ২০২০ সালে সম্মানসূচক অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পদক, ইংল্যান্ড ক্রিকেটের আংটি এবং সিংহের মাথার ডিজাইনে বানানো একটি দামি নেকলেস। এ ছাড়া নগদ অর্থও চুরি হয়েছে বলে জানা গেছে।

স্টোকস পাকিস্তানে থাকলেও সে সময়ে তার বাড়িতে ছিলেন তার স্ত্রী ক্ল্যারি, দুই সন্তান লেটন ও লিবি। তাদের কেউই শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি। যদিও এমন বাজে ঘটনার মানসিক প্রভাব তাদের ওপর পড়েছে বলে জানিয়েছেন স্টোকস। ক্রিকফ্রেঞ্জি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টোকস পুরো ঘটনা জানিয়ে লিখেন, ‘সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ঘটনাটি ঘটেছে তখন, যখন আমার স্ত্রী ও ছোট দুটি বাচ্চা বাসায় ছিল। আমার পরিবারের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি, এটাই স্বস্তি। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনা তাদের অনুভূতি ও মানসিকভাবে আঘাত করেছে। আমরা এখন ভাবছি, পরিস্থিতি কতটা খারাপ হতে পারত।

‘চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবি প্রকাশ করছি। আশা করছি, এগুলো হয়তো সহজে চেনা যাবে। এর মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত, তাদের আমরা খুঁজে বের করতে পারব। যদিও আমরা অনেক কাছের সম্পত্তি হারিয়েছি, এসব জিনিস উদ্ধারের জন্য এই ছবিগুলো প্রকাশ করা হয়নি। আমার উদ্দেশ্য যিনি এই কাজ করেছেন, তাকে খুঁজে বের করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়