শিরোনাম
◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর, ফাইনাল ৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর মাঠে গড়ানোর চূড়ান্ত সময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে জানানো হয়েছে টুর্নামেন্টের ফাইনালের দিনও। আগের সূচিতে ২৭ ডিসেম্বর আসর মাঠে গড়ানোর কথা থাকলেও নতুন সূচিতে তিনদিন পিছিয়ে আসর শুরুর সময় নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। 

আসর শুরুর ও ফাইনালের সময় জানালেও ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি বোর্ড। বিপিএলকে সামনে রেখে গত ১৪ অক্টোবর হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে নিজেদের পছন্দ মতো ক্রিকেটার নিয়ে স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিপিএলের সর্বোচ্চ রেকর্ডধারী চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেই এবারের আসরে। 

পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মাঝে এবারের আসরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ১১ বছর পর দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিরেছে প্রথম দুই আসরে অংশ নেয়া চিটাগং কিংস। নতুন করে বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। 

বিপিএলের প্রতি আসরে টিকিট ক্রয় করতে গিয়ে ভোগান্তির মুখে পড়তে হয় ক্রিকেটপ্রেমীদের। বিসিবির দায়িত্ব নিয়েই সমর্থকদের ভোগান্তি কমানোর চেষ্টা করছেন ফারুক আহমেদ। বোর্ড সভা শেষে বিসিবি নিশ্চিত করেছে এবারের মৌসুমে অনলাইন টিকেট অর্থাৎ ই-টিকেট ব্যবস্থা চালু করতে যাচ্ছে। তাতে করে ঘরে বসেই টিকেট ক্রয় করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়