শিরোনাম
◈ আ.লীগ ভোটে অংশ নিতে পারবে কি না, মুখ খুললেন আসিফ নজরুল ◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিকি পন্টিংয়ের কোচিং প্যানেলে হোপস, থাকছেন হ্যাডিন ও যোশী

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান রিকি পন্টিং চলে গেলেও দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হিসেবে থাকার কথা ছিল জেমস হোপসের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মৌসুমের আগে দিল্লির চাকরি ছেড়েছেন তিনি। পন্টিংয়ের কোচিং প্যানেলে কাজ করতে পাঞ্জাব কিংসের পেস বোলিং কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ক্রিকেটার হিসেবে খেলেছিলেন হোপস। পরবর্তীতে পন্টিংয়ের সঙ্গে দিল্লিতে বেশ কয়েক বছর কাজ করেছেন অস্ট্রেলিয়ার হয়ে ৮৪ ওয়ানড এবং ১২ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার। দিল্লির পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব দেয়া হলেও সেটাতে রাজি হননি তিনি। পুরনো ফ্র্যাঞ্চাইজি ছেড়ে পাঞ্জাবের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছেন এই পেস বোলিং কোচ। - ক্রিকফ্রেঞ্জি

হোপস যুক্ত হওয়ায় চাকরি হারাতে হচ্ছে শার্ল ল্যাঙ্গারভেল্টকে। ট্রেভর বেলিসের অধীনে আইপিএলের সবশেষ দুই মৌসুমে পাঞ্জাবের হয়ে কাজ করেছেন সাউথ আফ্রিকার সাবেক এই পেসার। ২০২০ সালেও পাঞ্জাবের হয়ে বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন ল্যাঙ্গারভেল্ট। সবশেষ কোচিং প্যানেল থেকে রেখে দেয়া হচ্ছে সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন ও সুনীল যোশীকে। পাঞ্জাবে আসার আগে সানরাইজার্স হায়দরাবাদে কাজ করেছেন হ্যাডিন।

চাকরি টিকে যাওয়ায় পাঞ্জাবের ব্যাটিং এবং উইকেটকিপিং কোচ হিসেবে কাজ করে যাবেন। ভারতের সাবেক স্পিনার ও সাবেক প্রধান কোচ সবশেষ কয়েক বছর ধরে পাঞ্জাবের হয়ে কাজ করছেন। এবারও থাকছেন তাদের ডেরাতে। এবারের মৌসুমের আগে হেড অব ক্রিকেট ডেভেলভমেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সঞ্জয় বাঙ্গারকে। এ ছাড়া কোচিং স্টাফে থাকছেন আদ্রিয়ান লে রোক্স ও অ্যান্ড্রু লেইপাস।

কোচ হিসেবে পন্টিংয়ে প্রথম কাজ হবে পরবর্তী আসরের জন্য রিটেইন ক্রিকেটারের তালিকা করা। আগামী ৩১ অক্টোবর ধরে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। ধারণা করা হচ্ছে, রিটেইনশনের তালিকায় ১৮ কোটিতে রাখা হতে পারে বাঁহাতি পেসার আর্শদীপ সিংকে। আনক্যাপড ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়