শিরোনাম
◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান 

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪, ১১:৫২ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান দলের নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেয়ায় হতাশ অস্ট্রেলিয়ান গিলেস্পি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটে কোচ কিংবা অধিনায়কের নির্বাচক কমিটিতে থাকা নতুন কিছু নয়। জেসন গিলেস্পিকে টেস্ট দলের প্রধান কোচ করে নিয়ে আসার পর তাই তাকেও রাখা হয়েছিল এই কমিটিতে। তবে রদবদলের পাকিস্তানে সবশেষ নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে। কাজের পরিধি কমে যাওয়া খানিকটা হতাশ গিলেস্পি।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। দলের এমন পারফরম্যান্সের পর নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দেয়া হয় ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে। নতুন করে কোন সাবেক ক্রিকেটারকে যোগ না করলেও মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিকের সঙ্গে দল নির্বাচনের ভূমিকায় রাখায় হয় অধিনায়ক ও প্রধান কোচকে।

যদিও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইওয়াটশের পর দায়িত্ব ছাড়েন ইউসুফ। পুরনো কমিটি থেকে শফিককে রেখে নতুন করে যুক্ত করা হয় আকিভ জাভেদ, হাসান চিমা, আলিম দার ও আজহার আলী। তবে সেখান থেকে সরিয়ে দেয়া হয় গিলেস্পিকে। দায়িত্ব কমে যাওয়ায় হতাশ পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ। যদিও গিলেস্পি স্বীকার করেছেন তাকে এই কাজের জন্য আনা হয়নি।

এ প্রসঙ্গ স্কাই স্পোর্টসকে গিলেস্পি বলেন, ‘আমি সময়ে সময়ে হতাশ হয়ে পড়ছি। যদিও আমাকে এই কাজের (নির্বাচক) জন্য নিয়ে আসা হয়নি। কিন্তু এটা সেই পরিস্থিতিগুলোর একটি, যা আপনাকে মেনে নিয়েই চলতে হবে।’
মোহাম্মদ হাফিজের অধীনে অস্ট্রেলিয়া সফরে গেলেও টেস্টে সিরিজে সুবিধা করে উঠতে পারেনি পাকিস্তান। বাজে পারফরম্যান্সের পর ধন্যবাদ দিয়ে সরানো হয় হাফিজকে। লম্বা সময়ের পরিকল্পনা মাথায় রেখে এবং টেস্ট দলকে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে দায়িত্ব দেয়া হয় গিলেস্পির কাঁধে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে যোগাযোগের ঘাটতি দেখছেন তিনি।

গিলেস্পি বলেন, ‘যখন আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডে এলাম, আমাকে বলা হলো তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এবং আমাদের মধ্যকার যোগাযোগে কোনো অস্পষ্টতা না থাকে। তাদের কথামতো আমি সেদিকেই মনোযোগী হয়েছি। কিন্তু আপনি যেভাবে চান, সেভাবে না করা হলে হতাশ হতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়