শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান কাপ ফুটবলে ম্যাকাওকে ৭-০ গোলে  হারালো বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : ফিলিপাইনের পর এবার ম্যাকাওকে হারালো বাংলাদেশ। এই জয়টি অনেক বড় ব্যবধানে। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নম পেনের প্রিন্স স্টেডিয়ামে ম্যাকাওয়ের জালে ৭ গোল দিয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। 

নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনের বিপক্ষেও ৭-০ ব্যবধানে হেরেছিল ম্যাকাও। আফগানিস্তানের কাছে ৯ গোল হজম করতে হয় তাদের। শুক্রবার (২৫ অক্টোবর) প্রথমার্ধে অবশ্য এক গোলে পিছিয়ে ছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী রূপে ধরা দেয় বাংলাদেশ।

ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি করেন নুরুল হুদা ফয়সাল। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ান তিনি। পরে হ্যাটট্রিকের স্বাদও পান এই ফরোয়ার্ড।
বিরতির পর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ মানিক। ৭১ মিনিটে বাঁ প্রান্তের ক্রসে রিফাত কাজী কোনাকুনি শটে গোলকিপারকে পরাস্ত করেন। দুই মিনিট পরই ম্যাকওয়ের হয়ে আত্মঘাতী গোল ট্যাং টিন। বাকিটা সময় কেবল আধিপত্য দেখান ফয়সালই। বাকি তিনটি গোলই আসে তার কাছ থেকে।

এই জয়ের পর ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। ২৭ অক্টোবর আসরের শেষ ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়