শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৪, ১২:১৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ সুজন

স্পোর্টস ডেস্ক: কদিন আগে মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে রংপুর রাইডার্স। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসা ঢাকা ক্যাপিটালসও রংপুরের মতো বিদেশি কোচের সন্ধ্যানেই ছিল। তবে শেষ মূহুর্তে বিদেশি কোচ নিয়োগ দেয়া থেকে সরে দাঁড়িয়েছে তারা। শেষ পর্যন্ত বিপিএলের এবারের মৌসুমের জন্য খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।- ক্রিকফ্রেঞ্জি

কোচ হিসেবে বাংলাদেশের ক্রিকেটে বেশ চিরচেনা সুজন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানো বাংলাদেশের সাবেক ক্রিকেটার বিপিএলেও কাজ করেছেন বিভিন্ন দলের হয়ে। ২০১৬ সালে তার অধীনে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ঢাকা ডায়নামাইটস। পরবর্তীতে অবশ্য বিপিএলে শিরোপা জেতা হয়নি সুজনের।

যদিও বিভিন্ন সময়ে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অবশ্য আবাহনীর হয়ে বেশ কয়েকটি শিরোপা জেতার কীর্তি আছে তার। বাংলাদেশ জাতীয় দলেও কাজ করেছেন অন্তর্র্বতীকালীন প্রধান কোচ হিসেবে। ২০১৯ সালে সুজনের অধীনে শ্রীলঙ্কা সফরে খেলেছিল বাংলাদেশ।

বেশ কয়েক দফায় দেশের প্রধান কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও পূর্ণ মেয়াদে সেই দায়িত্ব পাননি কখনই। এদিকে কদিন আগে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সুজন। পুরোদমে কোচিংয়ে মনোযোগ দিতে চাওয়া সুজনের নতুন চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে।

বিপিএলের এবারের মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমানকে। বিদেশি হিসেবে খেলবেন জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানির মতো ক্রিকেটারদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়