শিরোনাম

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৪, ১২:১২ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ বছর পর বায়ার্ন মিউনিখকে হারালো বার্সেলোনা, রাফিনিয়ার হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক: বায়ার্নের বিপক্ষে প্রায় ৯ বছর ধরে অধরা জয়ের দেখা পেলো বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে বধ করলো তারা। ২০১৪-১৫ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্নকে হারানোর পর ওদের বিপক্ষে যেন জিততেই ভুলে গিয়েছিল বার্সা। অবশেষে বায়ার্নের বিপক্ষে বার্সেলোনা সেই জয় পেল বুধবার (২৩ অক্টোবর)।

অলিম্পিক স্টেডিয়ামে ৪-১ গোলে জয় পায় বার্সেলোনা। এই জয়ের মূল কারিগর বায়ার্নেরই এক সময়ের কোচ হান্সি ফ্লিক, যিনি এখন বার্সেলোনার দায়িত্বে। এখানেই শেষ নয়, বার্সার গোলদাতার নামগুলো দেখুন। সেখানেও পাবেন এক সাবেক ‘বাভারিয়ান’কে-রবার্ট লেভানডফস্কি!

যদিও লেভাকে জয়ের মূল নায়ক বলা যাবে না। সেটা অবধারিতভাবে রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই উইঙ্গারই বায়ার্নের গোলমুখ খুলেছিলেন ম্যাচের একেবারে প্রথম মিনিটে। ৭৫ মিনিটে যখন দানি ওলমোকে সুযোগ দিতে তাকে তুলে নিলেন কোচ, রাফিনিয়ার হ্যাটট্রিক হয়ে গেছে তার বেশ আগেই। ৪৫ মিনিটে করেছিলেন নিজের দ্বিতীয় গোলটা, তিন নম্বরটা ৫৬ মিনিটে।

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এটি বার্সেলোনার দ্বিতীয় জয়। সমান ম্যাচে বায়ার্নের এটি দ্বিতীয় হার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়