শিরোনাম
◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান 

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৪, ০১:৩৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টির এক ম্যাচে যত বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ ওভারে ৩০০ রানের কীর্তিটি এতদিন ছিল একমাত্র নেপালের। গত বছর এশিয়ান গেমসে তারা মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৩১৪ রান। তবে বুধবার (২৩ অক্টোবর)  সে রেকর্ড ছাপিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। 

এদিন নাইরোবিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ম্যাচে রেকর্ড বইয়ে ঝড় তুলেছে জিম্বাবুয়ে; গড়েছে একগাদা বিশ্ব রেকর্ড। চলুন সেসব রেকর্ড একনজরে দেখে নেয়া যাক :
গাম্বিয়ার বিপক্ষে বুধবার ৪ উইকেটে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ২৭টি ছক্কা মেরেছেন, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ।
ম্যাচে ৫৭টি বাউন্ডারি (২৭টি ছক্কা ও ৩০টি চার) মেরেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ।
জিম্বাবুয়ের ৪ ব্যাটসম্যান ফিফটি (রাজা ১৩৩*, মারুমানি ৬২, মাদান্দে ৫৩*, বেনেট ৫০) করেছেন, যা টি–টোয়েন্টির এক ইনিংসে কোনো দলের সর্বোচ্চ।
গাম্বিয়ার ৫ বোলার ৫০–এর ওপর রান দিয়েছেন, ছেলেদের টি–টোয়েন্টিকে এক দলের এত জন বোলারের ৫০–এর বেশি রান দেওয়ার এটাই প্রথম ঘটনা।
৪ ওভারে দিয়েছেন ৯৩ রান গাম্বিয়ার পেসার মুসা জোরবাতেহ, যা স্বীকৃত টি–টোয়েন্টির এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিং।
ম্যাচটি ২৯০ রানে জিতেছে জিম্বাবুয়ে, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয়।
সিকান্দার রাজার একক কীর্তি

জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন। ৩৩ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন, যা বলের হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। এ নিয়ে ১৭ বার ম্যাচসেরা হলেন, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়