শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৪, ০১:৩৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টির এক ম্যাচে যত বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ ওভারে ৩০০ রানের কীর্তিটি এতদিন ছিল একমাত্র নেপালের। গত বছর এশিয়ান গেমসে তারা মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৩১৪ রান। তবে বুধবার (২৩ অক্টোবর)  সে রেকর্ড ছাপিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। 

এদিন নাইরোবিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ম্যাচে রেকর্ড বইয়ে ঝড় তুলেছে জিম্বাবুয়ে; গড়েছে একগাদা বিশ্ব রেকর্ড। চলুন সেসব রেকর্ড একনজরে দেখে নেয়া যাক :
গাম্বিয়ার বিপক্ষে বুধবার ৪ উইকেটে ৩৪৪ রান করেছে জিম্বাবুয়ে, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ২৭টি ছক্কা মেরেছেন, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ।
ম্যাচে ৫৭টি বাউন্ডারি (২৭টি ছক্কা ও ৩০টি চার) মেরেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ।
জিম্বাবুয়ের ৪ ব্যাটসম্যান ফিফটি (রাজা ১৩৩*, মারুমানি ৬২, মাদান্দে ৫৩*, বেনেট ৫০) করেছেন, যা টি–টোয়েন্টির এক ইনিংসে কোনো দলের সর্বোচ্চ।
গাম্বিয়ার ৫ বোলার ৫০–এর ওপর রান দিয়েছেন, ছেলেদের টি–টোয়েন্টিকে এক দলের এত জন বোলারের ৫০–এর বেশি রান দেওয়ার এটাই প্রথম ঘটনা।
৪ ওভারে দিয়েছেন ৯৩ রান গাম্বিয়ার পেসার মুসা জোরবাতেহ, যা স্বীকৃত টি–টোয়েন্টির এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিং।
ম্যাচটি ২৯০ রানে জিতেছে জিম্বাবুয়ে, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয়।
সিকান্দার রাজার একক কীর্তি

জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন। ৩৩ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন, যা বলের হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। এ নিয়ে ১৭ বার ম্যাচসেরা হলেন, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়