শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪, ০৭:১৮ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দিনের ম্যাচে দ্রুততম দ্বিশতকের বিশ্বরেকর্ড নিউজিল্যান্ড ব্যাটারের

স্পোর্টস ডেস্ক: লিস্ট-এ ক্রিকেটে নিজের শততম ম্যাচকে আরও স্মরণীয় করে রাখলেন নিউ জিল্যান্ডের চ্যাড বোয়েস। খুনে ব্যাটিংয়ে ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের (ডাবল সেঞ্চুরি) বিশ্বরেকর্ড গড়েছেন ডানহাতি এই ব্যাটার।

বুধবার ক্রাইসটচার্চে নিউজিল্যান্ডের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ক্যান্টারবেরির হয়ে ১০৩ বলে দ্বিশতক হাঁকিয়ে এই কীর্তি গড়েন বোয়েস। ওটাগোর বিপক্ষে এই ওপেনার শেষ পর্যন্ত থামেন ২০৫ রান। ১১০ বলের ইনিংসটি সাজান ২৭ চার ও ৭ ছক্কায়।

রেকর্ড গড়ার দিন লিস্ট এ ক্রিকেটে নিজের সর্বোচ্চ সংগ্রহও গড়েছেন বোয়েস। আগের সাত সেঞ্চুরিতে তার সর্বোচ্চ স্কোর ছিল ১২৬ রান। এর আগে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড ও ভারতের নারায়ণ জগাদিশান। দু’জনই ১১৪ বলে দ্বিশতকের দেখা পেয়েছিলেন। - অলআউট স্পোর্টস 

২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপে কুইন্সল্যান্ডের বিপক্ষে ১২৭ বলে ২৩০ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েন দক্ষিণ অস্ট্রেলিয়ার হেড। সে সময় বাঁহাতি এই ব্যাটার ভেঙে দেন নিজেরই গড়া আগের রেকর্ড। ২০১৫ সালে এই দলের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান হেড।
অন্যদিকে ২০২২ সালে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে ১১৪ বলে দ্বিশতক হাঁকানোর পাশাপাশি লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন জগাদিশান। অরুণাচল প্রদেশের বিপক্ষে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়