শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪, ১১:২৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের ব্যাটার সেদিকউল্লাহ অটল, যিনি ইমার্জিং এশিয়া কাপে আলো ছড়িয়েছেন। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও দারুণ ছন্দে আছেন তিনি। এমন পারফরম্যান্সেরই প্রতিদান পেলেন এই ক্রিকেটার। তাকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাকা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেখানে সেদিকউল্লাহর সঙ্গে ফিরেছেন বাঁহাতি স্পিনার নূর আহমেদও। সেদিকউল্লাহ এর আগেও আফগানিস্তান দলে সুযোগ পেয়েছেন তবে তার অভিষেক হয়নি।

এদিকে গত মাসেই শারজাহতে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে আফগানিস্তান দল। সেই দলে থাকা ১৭ জনের সবাই আছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে। দলে নেই তারকা টপ অর্ডার ব্যাটার ইব্রাহীম জাদরান ও স্পিনার মুজিব উর রহমান।

দুজনের চোটের কারণে দলের বাইরে আছেন। সেদিকউল্লাহ বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে ইমার্জিং এশিয়া কাপে ৫৫ বলে ৯৫ রানের ইনিংস খেলেছেন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৬ বলে ৮৩ ও সর্বশেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।

এদিকে বাংলাদেশ আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে বেশ আগেই। আগামী ৬ নভেম্বর হবে প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে হবে ৯ ও ১১ নভেম্বর। আরব আমিরাতে সিরিজ হওয়ার কথা নিশ্চিত করলেও ভেন্যু এখনো নির্ধারণ হয়নি।

আফগানিস্তান ওয়ানডে দল- হাশমাতউল্লাহ শাহীদি (অধিনায়ক), রহমাত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মাদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, মোহাম্মদ গাজানফার, নূর আহমাদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়