স্পোর্টস ডেস্ক: তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে ৫-২ গোলে রিয়াল মাদ্রিদ হারিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ডকে। রিয়াল মাদ্রিদ শিবিরে তখন পরাজয়ের শঙ্কা। থমথমে পরিবেশ সান্তিয়াগো বার্নাব্যুতে। কারণ, ২-০ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ গেছে বিরতিতে।
ডর্টমুন্ডের প্রথম সাফল্য এনে দেন ডনিয়েল ম্যালেন। ৩০ মিনিটে, প্রতিপক্ষের জালে প্রথম কাঁপন ধরান তিনি। চার মিনিট পরই, জেমি গিটেন্সের গোলে আরো এগিয়ে যায়, সফরকারীরা।
ম্যাচের শেষ আধঘণ্টার গল্পটা শুধুই লস ব্লাঙ্কোসদের। দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল দলটি। যাএ মূল নায়ক এবারের ব্যালন ডি-অরের হট ফেবারিট ভিনি।
ঘুরে দাঁড়ানোর শুরুটা হয়েছিল রুডিগারের গোলে। স্বাগতিকদের প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৬০ মিনিটে পর্যন্ত। এর দুই মিনিট পরই স্কোর শিটে নাম লেখান ভিনি। শুরুতে সেটা বাতিল হলেও, ভিএআরে আসে গোলের সিদ্ধান্ত।
ম্যাচের নির্ধারিত সময়ের বাকি আর মাত্র ৭ মিনিট। ড্রয়ের পথেই যখন এগোচ্ছে ম্যাচ, তখনই ত্রাতা হয়ে আসেন লুকাস ভাসকেজ। তার গোলেই চালকের আসনে বসে রিয়াল। এরপর শুরু ভিনি-শো। ৮৬ মিনিটে অসাধারণ শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে পেয়ে যান হ্যাটট্রিকও। চ্যাম্পিয়নস লিগে প্রথমবার হ্যাটটিকের দেখা পেলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
আপনার মতামত লিখুন :