শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বাংলাদেশের রপ্তানি প্রবাহে ভারতীয় বাধা: ট্রান্সশিপমেন্ট বন্ধে পোশাক খাত হুমকির মুখে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৪, ০৫:০২ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যয় কমাতে কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়লো ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: দুই যুগ পর গতবারের কমনওয়েলথ গেমসে ফিরেছিল ক্রিকেট। কিন্তু গ্লাসগোতে আগামী আসর থেকে বাদ পড়েছে উপমহাদেশের জনপ্রিয় খেলাটি। ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে কেবল মেয়েদের খেলা হয়েছিল। এর আগে ১৯৯৮ সালে কুয়ালালামপুরের আসরে ওয়ানডে ফরম্যাটে ছেলেদের ক্রিকেট হয়েছিল। ২০২৬ সালের গ্লাসগো গেমসে ক্রিকেটই থাকছে না। অলআউট স্পোর্টস

মঙ্গলবার এক বিবৃতিতে কমনওয়েলথ গেমসের প্রধান নির্বাহী জানান, ভবিষ্যত গেমসের ব্যয় কমানো এবং পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে ক্রিকেট, ফিল্ড হকি, শুটিং, ব্যাডমিন্টন ও কুস্তিসহ আরও বেশ কিছু ইভেন্ট গ্লাসগোর আসর থেকে বাদ পড়ছে।

বার্মিংহ্যাম গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনের আসরে ভারতকে হারিয়ে সোনা জিতেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। ব্রোঞ্জ জেতে নিউ জিল্যান্ড। এর আগে ১৯৯৮ সালের গেমসে অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেবারও ব্রোঞ্জ জেতে নিউ জিল্যান্ড।

কমনওয়েলথ গেমস থেকে এমন সময় ক্রিকেট বাদ দেওয়া হলো যখন অলিম্পিক গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস আসর দিয়ে ১২৮ বছর পর অলিম্পিক গেমসে ক্রিকেট খেলা হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়াবে ছেলে ও মেয়েদের ইভেন্ট।

এছাড়াও গত বছর চীনের হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও ক্রিকেট ফিরেছিল। টি-টোয়েন্টি ফরম্যাটে ছেলে ও মেয়েদের উভয় ইভেন্টে সোনা জিতেছিল ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়