শিরোনাম
◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশি ব্যাটার জ্যোতি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। রাজনৈতিক অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়। টুর্নামেন্টটির আয়োজক বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে দারুণ এক জয় দিয়েই শুরু করে বিশ্বকাপ মিশন। দীর্ঘ ১২ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা টাইগ্রেসরা। 

তবে এরপর জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল। টানা তিন ম্যাচের তিনটিতেই হারে তারা। পুরো বিশ্বকাপেই ব্যর্থ ছিল টাইগ্রেসরা। তবে দলগতভাবে ব্যর্থ হলেও কিছুটা ব্যক্তিগত সাফল্যের ছোঁয়া পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আইসিসি প্রকাশিত নারী বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া বাংলাদেশের হয়ে বলার মতো পারফরম্যান্স ছিল শুধু অধিনায়ক জ্যোতি এবং সোবহানা মোস্তারির। বাংলাদেশ বাদ পড়া পর্যন্ত আসরের সেরা চার রান স্কোরারের দুই জন ক্রিকেটারই ছিল বাংলাদেশের।

চার ইনিংসে ৮৮.৭৪ স্ট্রাইক রেটে ১৩৪ রান করেন সোবহানা, আর ৮৬.৬৬ স্ট্রাইক রেটে ১০৪ রান করেন জ্যোতি। এ ছাড়া বর্ণহীন ছিল অন্যদের পারফরম্যান্স। আইসিসির সেরা একাদশে জায়গা পেয়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন জ্যোতি।

ব্যাট হাতে রান করা ছাড়াও জ্যোতি উইকেটের পেছনে নিয়েছেন ১টি ক্যাচ, করেছেন ৬টি স্টাম্পিং। সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার চেয়ে বেশি ডিসমিসাল নেই অন্য কোনো উইকেটরক্ষকের।

ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হলেও টুর্নামেন্টের সেরা একাদশে সবচেয়ে বেশি তিনজন সাউথ আফ্রিকার, সেরা একাদশের অধিনায়কও দলটির লরা উলভার্ট। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের দুজন ঠাই পেয়েছেন সেরা একাদশে। সর্বমোট সাত দেশের প্রতিনিধি আছেন টুর্নামেন্টের সেরা দলে।

২০২৪ নারী বিশ্বকাপ-টিম অব দ্য টুর্নামেন্ট: লরা উলভার্ট (সাউথ আফ্রিকা, অধিনায়ক), তাজমিন ব্রিটস, (সাউথ আফ্রিকা), ড্যানি ওয়াইট-হজ (ইংল্যান্ড), অ্যামেলিয়া কার (নিউজিল্যান্ড), হারমানপ্রীত কৌর (ভারত), ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), অ্যাফি ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), রোজমেরি মেয়ার (নিউজিল্যান্ড), মেগান শুট (অস্ট্রেলিয়া), ননকুলুলেকো এমলাবা (সাউথ আফ্রিকা), ইডেন কারসন (নিউজিল্যান্ড, দ্বাদশ খেলোয়াড়)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়