শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্ধকারে ব্যাটাররা, তাইজুলের ৫ উইকেটে লড়াইয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আলোর স্বল্পতা বাঁধা হয়ে দাঁড়ালো ৯০ ওভারে খেলা শেষ করতে। ৮৪ ওভারে বেল ফেলতে হলো আম্পায়ারকে। এদিন পুরো দিনই স্বাগতিক বাংলাদেশের ব্যাটাররা ছিলেন অন্ধকারে। দক্ষিণ আফ্রিকার বোলারদের বল যেনো চোখে দেখছিলো না। দৃশ্যমান ব্যর্থতায় টেস্টের প্রথম দিনে মাত্র সাড়ে ৩ ঘণ্টায় ১০৬ রানে অলআউট টাইগাররা।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম দিনেই পতন হয়েছে ১৬ উইকেটের। ব্যাটারদের ব্যর্থতায় ১০৬ রানে অলআউট হলেও বাংলাদেশ লড়াইয়ে আছে তাইজুল ইসলামের কল্যাণে। ৬ উইকেট হারিয়ে ১৪০ রানে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। তাইজুল একাই নিয়েছেন ৫ উইকেট।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের কিছু আগে দিনের খেলার ইতি টানেন আম্পায়ররা। ৩৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন কাইল ভেরেইনা (১৮) ও উইয়ান মুল্ডার (১৭)।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ কাগিসো রাবাদা ও মুল্ডারের পেস তোপের পর কেশব মহরাজের ঘূর্ণিতে মধ্যাহ্ন ভোজের বিরতির পর ১০৬ রানেই গুটিয়ে যায়।

ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হাসান মাহমুদের শিকার হয়ে ফেরেন এইডেন মারক্রাম। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে প্রোটিয়া অধিনায়কের মিডল-স্টাম্প ভাঙেন ম্যাচে বাংলাদেশের একমাত্র পেসার। দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জি ও ট্রিস্ট্যান স্টাবসের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় সফরকারীরা। ব্যক্তিগত ৮ রানে শর্ট লেগে স্টাবসের ক্যাচ ছেড়ে এই জুটি বড় হতে সহায়তা করেন মাহমুদুল হাসান জয়।

তবে ৪১ রানের এই জুটি ভেঙে টাইগারদের স্বস্তি দেন তাইজুল। এরপর বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। একে একে তুলে নেন সফরকারীদের পাঁচ ব্যাটারকে। এর মাঝে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়