শিরোনাম
◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ০৫:১৪ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি তাইজুলের টেস্টে ২০০ উইকেট

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই কীর্তি গড়েছেন এই বাঁহাতি স্পিনার।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২৮তম ওভারের শেষ বলে অভিষিক্ত ম্যাথিউ ব্রিটজকে বোল্ড করে নিজের ২০০তম শিকার করেন তাইজুল।

সাকিবের চেয়ে কম ম্যাচ খেলে ২০০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান তাইজুল। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে নিজের ৫৪তম ম্যাচে টেস্টে ২০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব। আর তাইজুল এই কীর্তি গড়েছেন নিজের ৪৮তম টেস্টে।

১৯৬ উইকেট নিয়ে দক্ষিণ বিপক্ষে মাঠে নামা তাইজুল এখন পর্যন্ত শিকার করেছেন ৫ উইকেট। এই ম্যাচের আগ পর্যন্ত ইনিংসে ১২ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন দুইবার।

এক ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং ফিগারও এই বাঁহাতি স্পিনারের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রান ৮ উইকেট নেন তিনি।

সবচেয়ে বেশি ৪১ উইকেটও নিয়েছেন এই প্রতিপক্ষের বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের তৃতীয় সর্বোচ্চ ৩০ উইকেট নিয়েছেন তাইজুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়