শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ০৫:১৪ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি তাইজুলের টেস্টে ২০০ উইকেট

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই কীর্তি গড়েছেন এই বাঁহাতি স্পিনার।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২৮তম ওভারের শেষ বলে অভিষিক্ত ম্যাথিউ ব্রিটজকে বোল্ড করে নিজের ২০০তম শিকার করেন তাইজুল।

সাকিবের চেয়ে কম ম্যাচ খেলে ২০০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান তাইজুল। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে নিজের ৫৪তম ম্যাচে টেস্টে ২০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব। আর তাইজুল এই কীর্তি গড়েছেন নিজের ৪৮তম টেস্টে।

১৯৬ উইকেট নিয়ে দক্ষিণ বিপক্ষে মাঠে নামা তাইজুল এখন পর্যন্ত শিকার করেছেন ৫ উইকেট। এই ম্যাচের আগ পর্যন্ত ইনিংসে ১২ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন দুইবার।

এক ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং ফিগারও এই বাঁহাতি স্পিনারের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রান ৮ উইকেট নেন তিনি।

সবচেয়ে বেশি ৪১ উইকেটও নিয়েছেন এই প্রতিপক্ষের বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের তৃতীয় সর্বোচ্চ ৩০ উইকেট নিয়েছেন তাইজুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়