শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ০৫:১৪ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি তাইজুলের টেস্টে ২০০ উইকেট

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই কীর্তি গড়েছেন এই বাঁহাতি স্পিনার।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ২৮তম ওভারের শেষ বলে অভিষিক্ত ম্যাথিউ ব্রিটজকে বোল্ড করে নিজের ২০০তম শিকার করেন তাইজুল।

সাকিবের চেয়ে কম ম্যাচ খেলে ২০০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান তাইজুল। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে নিজের ৫৪তম ম্যাচে টেস্টে ২০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব। আর তাইজুল এই কীর্তি গড়েছেন নিজের ৪৮তম টেস্টে।

১৯৬ উইকেট নিয়ে দক্ষিণ বিপক্ষে মাঠে নামা তাইজুল এখন পর্যন্ত শিকার করেছেন ৫ উইকেট। এই ম্যাচের আগ পর্যন্ত ইনিংসে ১২ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন দুইবার।

এক ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং ফিগারও এই বাঁহাতি স্পিনারের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রান ৮ উইকেট নেন তিনি।

সবচেয়ে বেশি ৪১ উইকেটও নিয়েছেন এই প্রতিপক্ষের বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের তৃতীয় সর্বোচ্চ ৩০ উইকেট নিয়েছেন তাইজুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়