শিরোনাম
◈ কত টাকা বেতন পাবেন এমপিওভুক্ত দেড় হাজার এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা? ◈ জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের ◈ কারা থাকছেন এমপিদের ‘ন্যাম ভবনে’  ◈ এএসপি পদে পদোন্নতি পেলেন ১৪ পুলিশ পরিদর্শক ◈ স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ◈ ইরান একের পর এক নতুন অস্ত্র প্রদর্শন করছে , নিচ্ছে কঠোর প্রস্তুতি ◈ ট্রাম্পের ‘লাস্ট ওয়ার্নিং’ এর তীব্র প্রতিক্রিয়ায় যা বলল হামাস! ◈ ফেব্রুয়ারিতে রেমিট্যান্স সবচেয়ে বেশি এসেছে যেসব দেশ থেকে, যা জানাগেল ◈ এনআইডি সেবা নিয়ে দোটানায় সরকার ◈ যে কারণে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪, ১২:২৪ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মুশতাক আহমেদ সে দেশে সিরিজের পর ভারত সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না মুশতাক আহমেদ। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এই স্পিন বোলিং কোচ। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশে এসেছেন মুশতাক আহমেদ। এসেই বাংলাদেশ দলের অনুশীলনে যুক্ত হয়েছেন। 

শনিবার সকাল থেকে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদদের সঙ্গে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাঁকে।

বাংলাদেশ দলের নতুন কোচ ফিল সিমন্সের সঙ্গেও বেশ কিছু সময় কাটিয়েছেন মুশতাক আহমেদ। হয়তো আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের রণকৌশল নিয়েই দুজনের আলোচনা। 

বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট অবশ্য আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সুবিধা নেওয়ার আভাস দিয়ে রেখেছে।

যদি তা-ই হয় মিরপুর টেস্টে স্পিন দিয়েই প্রোটিয়াদের কাবু করতে নামবে বাংলাদেশ। সেক্ষেত্রে স্পিন বোলিং কোচ হিসেবে বড় ভূমিকাই থাকবে মুশতাক আহমেদের। সাকিব আল হাসান না থাকায় অবশ্য একাদশ নিয়ে একটু ভাবনা থাকছে। এই অলরাউন্ডার থাকলে তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর কাজটা সহজ হয়।

তবে বিকল্প ভাবনাও তৈরি আছে বাংলাদেশ দলের। মিরপুর টেস্টে মিরাজ আর তাইজুলের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে একাদশে দেখা যেতে পারে অফ স্পিনার নাঈম হাসানকে। গত দুই সিরিজে দলের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ মেলেনি নাঈমের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়