শিরোনাম
◈ কত টাকা বেতন পাবেন এমপিওভুক্ত দেড় হাজার এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা? ◈ জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের ◈ কারা থাকছেন এমপিদের ‘ন্যাম ভবনে’  ◈ এএসপি পদে পদোন্নতি পেলেন ১৪ পুলিশ পরিদর্শক ◈ স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ◈ ইরান একের পর এক নতুন অস্ত্র প্রদর্শন করছে , নিচ্ছে কঠোর প্রস্তুতি ◈ ট্রাম্পের ‘লাস্ট ওয়ার্নিং’ এর তীব্র প্রতিক্রিয়ায় যা বলল হামাস! ◈ ফেব্রুয়ারিতে রেমিট্যান্স সবচেয়ে বেশি এসেছে যেসব দেশ থেকে, যা জানাগেল ◈ এনআইডি সেবা নিয়ে দোটানায় সরকার ◈ যে কারণে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুর টেস্টে সাকিবের পরিবর্তে হাসান মুরাদ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুর টেস্ট খেলা হচ্ছে না সাকিব আর হাসানের। তাকে প্রথমে দলে রেখেছিলো বিসিবি। এবার তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। তার বিকল্প হিসেবে হাসান মুরাদকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের বদলি হিসেবে এই বাঁহাতি স্পিনারকে দলে নেয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে গত বছর টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছিলেন মুরাদ। তবে সেবার কোনো ম্যাচ খেলা হয়নি তার। এবার সাকিবের অনুপস্থিতিতে আবারও সুযোগ পেলেন তিনি। এদিকে গত ২ জুলাই লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। মেজর লিগে খেলে আর দেশে ফিরতে পারেননি তিনি। কারণ ততদিনে বাংলাদেশে রাজনৈতিক পটের পরিবর্তন হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়।

এরপর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর দেশে তার নামে হত্যা মামলা হয়। সর্বশেষ ভারত সফরে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের কথা জানান এই অলরাউন্ডার। সেই সময় দেশের মাটিতে একটি টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায়ের আকাঙ্খা প্রকাশ করেন তিনি।

সেই অনুযায়ী সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলেও রাখা হয়। তবে এরই মধ্যে বিসিবির সামনে সাকিবের বিরুদ্ধে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই। তারা বিসিবি সভাপতি বরাবর স্মারকলিপি জমা দেয়। এবার তাদের দাবির প্রেক্ষিতেই সাকিবকে প্রোটিয়াদের বিপক্ষে দল থেকে বাদ দেয়া হয়েছে।

আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ। যদিও তার বদলি হিসেবে কাউকে সুযোগ দেয়নি বিসিবি।
বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, হাসান মুরাদ, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়