শিরোনাম
◈ কত টাকা বেতন পাবেন এমপিওভুক্ত দেড় হাজার এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা? ◈ জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের ◈ কারা থাকছেন এমপিদের ‘ন্যাম ভবনে’  ◈ এএসপি পদে পদোন্নতি পেলেন ১৪ পুলিশ পরিদর্শক ◈ স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ◈ ইরান একের পর এক নতুন অস্ত্র প্রদর্শন করছে , নিচ্ছে কঠোর প্রস্তুতি ◈ ট্রাম্পের ‘লাস্ট ওয়ার্নিং’ এর তীব্র প্রতিক্রিয়ায় যা বলল হামাস! ◈ ফেব্রুয়ারিতে রেমিট্যান্স সবচেয়ে বেশি এসেছে যেসব দেশ থেকে, যা জানাগেল ◈ এনআইডি সেবা নিয়ে দোটানায় সরকার ◈ যে কারণে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪, ১১:৩২ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন

স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-টেন লিগের এবারের আসরের ড্রাফটের আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে বাংলা টাইগার্স। তারকা অলরাউন্ডারের পর এবার বাংলাদেশের তাওহীদ হৃদয়কেও দলে টেনেছে তারা। ড্রাফটের ১৮তম শেষ রাউন্ডে বিকল্প ক্যাটাগরি থেকে হৃদয়কে নিজেদের ডেরায় ভিড়িয়েছে বাংলাদেশ টাইগার্স।

বাংলাদেশের বাইরে এটি তার দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এর আগে ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা আছে তরুণ এই ব্যাটারের। হৃদয়ের পাশাপাশি ড্রাফট থেকে মোহাম্মদ হাসনাইন মীর হামজা, ডেডিভ পাইন, ইমরান খানকে দলে নিয়েছে বাংলা টাইগার্স।

ড্রাফটের আগে অবশ্য স্কোয়াডে তারার মেলা বসিয়েছে তারা। সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণার পর প্লাটিনাম সাইনিং হিসেবে রশিদ খানের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরো বিশ্ব মাতিয়ে বেড়ানো তারকা লেগ স্পিনারকে খেলতে দেখা যাবে বাংলা টাইগার্সের জার্সিতে। 

‘এ’ ক্যাটাগরি থেকে তিন দেশের তিনজনকে দলে টেনেছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনের সঙ্গে আছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ ও আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই। গ্লোবাল সুপার স্টার হিসেবে তাদের হয়ে খেলবেন ভারতের দীনেশ কার্তিক। 

হৃদয়ের পাশাপাশি টি-টেনে দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। নর্দান ওয়ারিয়র্সের জার্সিতে খেলতে দেখা যাবে অলরাউন্ডার জিয়াউর রহমান ও পেসার শহিদুল ইসলামকে। তাদের দুজনকেই ড্রাফট থেকে দলে নিয়েছে নর্দান। শহিদুলের জন্য প্রথম হলেও এর আগে আবু ধাবি টি-টেন লিগে খেলার অভিজ্ঞতা আছে জিয়াউরের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়