শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাথুরুসিংহে বিসিবির নোটিশের জবাব দিলেন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বুধবার (১৬ অক্টোবর) প্রধান নিজামউদ্দিন চৌধুরীকে ই-মেইলে জবাব পাঠিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে হাথুরু জানান, আইনজীবীর মাধ্যমে উত্তর দিয়েছেন। তবে চিঠিতে কি লেখা রয়েছে তা তিনি বলেননি। 

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) টাইগারদের সাবেক এই কোচকে কারণ দর্শানোর নোটিশসহ বরখাস্ত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে চেন্নাইয়ের ড্রেসিংরুমে বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তার বিরুদ্ধে। গুঞ্জন বাঁহাতি এ স্পিনার নিজেই জাতীয় দল সতীর্থদের কাছে হেনস্তা (চপেটাঘাত) হওয়ার কথা বলেছেন। 

বিশ্বকাপ শেষে বিষয়টি মিডিয়ায় প্রকাশ পাওয়ায় পারফরম্যান্স মূল্যায়ন কমিটিকে দায়িত্ব দেয়া হয় ঘটনার সত্যতা যাচাই করতে। এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের কমিটি কোচের বিরুদ্ধে কোনো দোষ খুঁজে পায়নি বলে তখন জানিয়েছিলেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। 

কিন্তু বর্তমান সভাপতি ফারুকের দাবি, রিপোর্টে নাসুমকে আঘাত করার বিষয়টি রয়েছে এবং তিনি নিজেও তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন। বাস্তবতা হলো, পারফরম্যান্স মূল্যায়ন কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনছেন না ফারুক। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ হাথুরুসিংহে প্রথম থেকেই বলে আসছেন, এমন কোনো কিছু ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়