শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের কাছে ভারত নিজের মাঠে ৪৬ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশকে টেস্ট সিরিজে উড়িয়ে দিয়ে দারুণ ছন্দে থেকেই নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। কিন্তু কিউই পেসারদের সামনে একদমই মুখ থুবড়ে পড়েছে স্বাগতিক ব্যাটিং লাইন-আপ। টেস্ট ইতিহাসে নিজেদের তৃতীয় সর্বনি¤œ দলীয় সংগ্রহে ভারত অলআউট হয়েছে ৪৬ রানে।

বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয় দিন মেঘলাচ্ছন্ন আকাশের নিচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঘরের মাঠে সর্বনি¤œ দলীয় সংগ্রহে গুটিয়ে গেছে রোহিত শর্মার দল। ইনিংসের স্থায়ীত্ব ছিল ৩১ ওভার ২ বল। এর আগে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে ৭৫ রানে অলআউট হয়েছিল দলটি।

নিউ জিল্যান্ড পেসারদের তোপে স্বাগতিকদের পাঁচ ব্যাটার ফেরেন কোনো রান না করেই। ১৩ ওভার ২ বলে ১৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। উইলিয়াম ওরোর্ক নেন ৪ উইকেট। টিম সাউদির শিকার একটি।
ব্যাটিংয়ে নামার পর থেকেই সাউদি-হেনরিদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও রোহিত। সপ্তম ওভারে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে ভারত অধিনায়ককে বোল্ড করে ৯ রানের এই জুটি ভাঙেন টিম সাউদি।

এদিন আট বছর পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। কিন্তু ৯ বলের বেশি ক্রিজে টিকতে পারেননি। কোনো রান করেই ফেরেন ওরোর্কের বলে। এরপর বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন রিশাভ পান্ত। বাঁহাতি এই ব্যাটার ২০ রান করে সাজঘরে ফেরেন দলীয় ৩৯ রানে। এরপর দ্রুতই গুটিয়ে যায় স্বাগতিকরা।

কোহলি ছাড়াও শূন্য রানে সাজঘরে ফেরেন সরফারাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
টেস্টে ভারতের সর্বনি¤œ দলীয় সংগ্রহ ৩৬ রান। ২০২০ সালে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ ওভার ২ বলে গুটিয়ে গিয়েছিল তারা।

দ্বিতীয় সর্বনিন্ম সংগ্রহটি আসে ১৯৭৪ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে। সেবার ৪২ রানে অলআউট হয় ভারত। ইনিংসের স্থায়ীত্ব ছিল ১৭ ওভার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়