শিরোনাম
◈ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা, যে সব বিষয় নিয়ে হতে পারে আলোচনা  ◈ ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার গ্রেফতার ◈ ঘূর্ণিঝড় ‌‘ডানা’ নিয়ে সর্বশেষ যা জানা গেলো ◈ রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে ◈ নির্বাচন নিয়ে আসিফ নজরুলের বক্তব্য সরকারের বক্তব্য নয়: ধর্ম উপদেষ্টা ◈ হাওরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ◈ ২০২৬ সালের মধ্যেই দেশের প্রথম পাতাল রেল চালু করতে চায় কর্তৃপক্ষ (ভিডিও) ◈ জাতীয় মসজিদের নতুন খতিবকে নিয়ে শায়খ আহমাদুল্লাহর মন্তব্য ভাইরাল ◈ শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে, জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ এতো দাম দেখে অবচেতনমনেই বলে ফেলি আগেই ভালো ছিলাম : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের কাছে ভারত নিজের মাঠে ৪৬ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশকে টেস্ট সিরিজে উড়িয়ে দিয়ে দারুণ ছন্দে থেকেই নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। কিন্তু কিউই পেসারদের সামনে একদমই মুখ থুবড়ে পড়েছে স্বাগতিক ব্যাটিং লাইন-আপ। টেস্ট ইতিহাসে নিজেদের তৃতীয় সর্বনি¤œ দলীয় সংগ্রহে ভারত অলআউট হয়েছে ৪৬ রানে।

বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয় দিন মেঘলাচ্ছন্ন আকাশের নিচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঘরের মাঠে সর্বনি¤œ দলীয় সংগ্রহে গুটিয়ে গেছে রোহিত শর্মার দল। ইনিংসের স্থায়ীত্ব ছিল ৩১ ওভার ২ বল। এর আগে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে ৭৫ রানে অলআউট হয়েছিল দলটি।

নিউ জিল্যান্ড পেসারদের তোপে স্বাগতিকদের পাঁচ ব্যাটার ফেরেন কোনো রান না করেই। ১৩ ওভার ২ বলে ১৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। উইলিয়াম ওরোর্ক নেন ৪ উইকেট। টিম সাউদির শিকার একটি।
ব্যাটিংয়ে নামার পর থেকেই সাউদি-হেনরিদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও রোহিত। সপ্তম ওভারে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে ভারত অধিনায়ককে বোল্ড করে ৯ রানের এই জুটি ভাঙেন টিম সাউদি।

এদিন আট বছর পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। কিন্তু ৯ বলের বেশি ক্রিজে টিকতে পারেননি। কোনো রান করেই ফেরেন ওরোর্কের বলে। এরপর বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন রিশাভ পান্ত। বাঁহাতি এই ব্যাটার ২০ রান করে সাজঘরে ফেরেন দলীয় ৩৯ রানে। এরপর দ্রুতই গুটিয়ে যায় স্বাগতিকরা।

কোহলি ছাড়াও শূন্য রানে সাজঘরে ফেরেন সরফারাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
টেস্টে ভারতের সর্বনি¤œ দলীয় সংগ্রহ ৩৬ রান। ২০২০ সালে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ ওভার ২ বলে গুটিয়ে গিয়েছিল তারা।

দ্বিতীয় সর্বনিন্ম সংগ্রহটি আসে ১৯৭৪ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে। সেবার ৪২ রানে অলআউট হয় ভারত। ইনিংসের স্থায়ীত্ব ছিল ১৭ ওভার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়