শিরোনাম
◈ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা, যে সব বিষয় নিয়ে হতে পারে আলোচনা  ◈ ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার গ্রেফতার ◈ ঘূর্ণিঝড় ‌‘ডানা’ নিয়ে সর্বশেষ যা জানা গেলো ◈ রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে ◈ নির্বাচন নিয়ে আসিফ নজরুলের বক্তব্য সরকারের বক্তব্য নয়: ধর্ম উপদেষ্টা ◈ হাওরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ◈ ২০২৬ সালের মধ্যেই দেশের প্রথম পাতাল রেল চালু করতে চায় কর্তৃপক্ষ (ভিডিও) ◈ জাতীয় মসজিদের নতুন খতিবকে নিয়ে শায়খ আহমাদুল্লাহর মন্তব্য ভাইরাল ◈ শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে, জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ এতো দাম দেখে অবচেতনমনেই বলে ফেলি আগেই ভালো ছিলাম : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মান টমাস টুখেল ইংল্যান্ডের নতুন কোচ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ফুটবল দলের নতুন কোচ হয়েছেন টমাস টুখেল। মঙ্গলবার বিবিসি, স্কাই স্পোর্টস ও ডেইলি মেইলসহ বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যম টুখেলকে থ্রি লায়ন্সদের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এই নিয়ে তৃতীয় কোনো বিদেশিকে জাতীয় দলের কোচ হিসেবে পাচ্ছে ইংল্যান্ড। এর আগে এই দায়িত্বে ছিলেন সদ্য প্রয়াত সুইডিশ কোচ সভেন-গোরান এরিকসন ও ইতালির ফাবিও কাপেলো।

সংবাদ মধ্যমের খবর অনুযায়ী, আগামী বছর জানুয়ারি থেকে দেড় বছরের চুক্তিতে ইংল্যান্ডের হয়ে কাজ শুরু করবেন টুখেল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

গত জুলাইয়ে স্পেনের কাছে ইউরোর ফাইনালের হারের পর ইংলিশদের দায়িত্ব ছাড়েন গ্যারেথ সাউথগেট। এরপর থেকে দেশটির অনূর্ধ্ব-২১ দলের কোচ লি কার্সলি জাতীয় দলের অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।
সে সময় থেকেই স্থায়ী কোচের খোঁজে ছিল এফএ। এই তালিকায় ছিলেন ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গুয়ার্দিওলাও। গুঞ্জন ছিল এই স্প্যানিশই হতে পারেন ইংল্যান্ডের পরবর্তী কোচ। তবে শেষ পর্যন্ত চেলসির সাবেক কোচ টুখেলকেই বেছে নিল তারা।

১৭ বছরের কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্বে আসছেন ৫১ বছর বয়সী টুখেল। ২০০৭ সালে ৩৪ বছর বয়সে কোচিং শুরু করানো এই জার্মান এখন পর্যন্ত বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো দলের দায়িত্ব পালন করেছেন। গত মৌসুমে শেষে বায়ার্নের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে অবসর সময় কাটাচ্ছিলেন তিনি।

ইংলিশ ফুটবলে টুখেলের পথচলা শুরু হয় ২০২১ সালে চেলসির দায়িত্ব নিয়ে। সেই মৌসুমেই তাদেরকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতান তিনি। এরপর উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও জেতে চেলসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়