শিরোনাম
◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাদা ও বাবার পর ইতালি দলে অভিষেক হলো নাতি দানিয়েল মালদিনির

স্পোর্টস ডেস্ক: ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচ দিয়ে ইতালি জাতীয় দলে অভিষেক হয়েছে দেশটির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনির ছেলে দানিয়েল মালদিনির। আর এরই সঙ্গে ইতালির ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একই পরিবারের তিন প্রজন্মের ফুটবলার জাতীয় দলের হয়ে খেলার কীর্তি গড়েছেন।

সোমবার ঘরের মাঠে ইসরায়েলকে ৪-১ গোলে হারায় ইতালি। ম্যাচের ৭৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন দানিয়েল মালদিনি। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন বাবা পাওলো মালদিনি।

এসি মিলানের সাবেক ডিফেন্ডার পাওলো মালদিনির জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল ৩৬ বছর আগে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলেন ১২৬টি ম্যাচ। তার বাবা সিজার মালদিনি ইতালির হয়ে অভিষেক হয় ১৯৬০ সালে। জাতীয় দলের হয়ে এই ডিফেন্ডার সবশেষ ম্যাচ খেলেন ৬১ বছর আগে।

বাবা-দাদা ডিফেন্ডার হলেও দানিয়েল খেলেন আক্রমণ ভাগে। ইতালির হয়ে অভিষেকের পর ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “আমি খুশি যে আমার বাবা-মা এখানে এসেছেন। বাড়িতে ফিরে আমরা কথা বলব। এটা আমার জন্য খুবই ইতিবাচক ও বেশ আবেগের মুহূর্ত ছিল। আমি খুব খুশি যে ম্যাচটি ভালো হয়েছে। এখানে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তবে আমি যতটুকু পারি দলে অবদান রাখতে চাই।"

‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ৪ ম্যাচে ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। আগামী মাসে বেলজিয়ামের মাঠে এবং ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়