শিরোনাম
◈ ইরানে হামলা করলে বিপর্যয় নেমে আসবে: রাশিয়ার হুঁশিয়ারি  ◈ নির্বাচনের সম্ভব্য সময় নিয়ে বিতর্ক, সন্দেহ-সংশয়ে রাজনীতিবিদরা ◈ ফুটবল ফেডারেশনের নির্বাচন: প্রথম দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন দু’জন ◈ দেশব্যাপী ব্ল্যাকআউট: ক্ষমা চেয়ে ৪ দফা দাবী তুলে ধরেন পল্লী বিদ্যুৎ সমিতির ভুক্তভোগী কর্মকর্তারা ◈ পরিবারসহ রাতের আঁধারে ভারতে যাওয়ার পথে ধরা পড়লেন তারা ◈ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফের কাঁটাতার, বিজিবির বাধায় পণ্ড ◈ ১৯ দিনে ডেঙ্গুতে ৭৮ জনের প্রাণহানি ◈ সৌদির টিভি অফিসে হামাসকে ‘সন্ত্রাসী’ বলায় হামলা-আগুন ◈ স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন ইতিহাস ◈ প্রায় ৯ ঘণ্টা পর আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন আউটসোর্সিং কর্মীরা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৩:১৩ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল ২০২৪: বিদেশিরা কে কোন ক্যাটাগরিতে, কার পারিশ্রমিক কত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আর খুব বেশিদিন বাকি নেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে চার-ছক্কার ঘরোয়া এই আসর। এরই মধ্যে ঠিক হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগের মতোই আছে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। নাম পরিবর্তন করে ঢাকার ফ্র্যাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির নাম চট্টগ্রাম কিংস। অন্যদিকে, এবারের আসরে নেই চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের পরিবর্তে নতুন দল হিসেবে এসেছে দুর্বার রাজশাহী।

বিপিএল শুরুর আগে আজ রাজধানীর এক হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। দেশি-বিদেশি দুই ক্যাটাগরির খেলোয়াড়দেরই ড্রাফটে রাখা হয়েছে। যদিও এর আগে সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি অনেক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া আগের দল থেকেও রেখে দিয়েছে অনেকে। 

এবার বিদেশিদের জন্য পাঁচটি ক্যাটাগরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে থাকাদের মূল্য সর্বোচ্চ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৮৩ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ২০ জন খেলোয়াড়। ৩৮ জনের ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরি (৬৬) ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি (১৩৫) ২৫ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা (১৮১) ক্রিকেটারদের ১৫ হাজার ডলার করে পারিশ্রমিক। 

বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি

‘এ’ ক্যাটাগরি : মার্টিন গাপটিল, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা, জশ লিটল, লুইস গ্রেগরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, কাইস আহমেদ, নান্দ্রে বার্গার, উসামা মীর, অ্যালেক্স হেলস, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্র্যাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন ও মোহাম্মদ ওয়াসিম।

‘বি’ ক্যাটাগরির উল্লেখযোগ্য ক্রিকেটাররা : ইমাম-উল হক, সাদিরা সামারাবিক্রমা, কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাহকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, আমের জামাল, শার্জিল খান, আবদুল্লাহ শফিক।

‘সি’ ক্যাটাগরির উল্লেখযোগ্য খেলোয়াড়রা :  শন উইলিয়ামস, উমর আকমল, ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হেইডেন ওয়ালশ, রেমন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপোফু, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার, সামিউল্লাহ শেনওয়ারি, ইয়াসির শাহ ও আব্বাস আফ্রিদি।

‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা উল্লেখযোগ্য ক্রিকেটাররা

হার্দুস ভিলজয়েন, জর্জ ডকরেল, সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, রোহান মোস্তফা, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন। উৎস: দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়