শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪, ০১:২১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে নিয়ে হানিমুনে যাবেন হেলস, বিপিএলে খেলা অনিশ্চিত 

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলস বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন, এমন তথ্য আগেই জানিয়েছিলো ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। তাদের এখন মন খারাপ। বিয়ের কারণে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি স্থগিত করেছেন ইংলিশ এই ওপেনার। বিপিএলে তার না খেলার সম্ভাবনাই বেশি।

ক্রিকফ্রেঞ্জি জানায়, হেলসের সঙ্গে মাত্র ৫ ম্যাচের চুক্তি হচ্ছে ঢাকা ক্যাপিটালসের। কিন্তু এক সপ্তাহ পার না হতেই পাল্টে গেছে পরিস্থিতি। বিয়ে উপলক্ষে সেই চুক্তিটি স্থগিত রাখছেন তিনি। জীবনের নতুন অধ্যায়ের জন্য তাকে শুভকামনা জানিয়েছে ঢাকা।

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ ফেসবুকে লিখেন, ঢাকা ক্যাপিটালসের মূল শক্তি ফ্র্যাঞ্চাইজিটির ভক্ত ও সমর্থকরা। আমরা সব সময় আপনাদের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করে আসছি। ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়৷ তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন।

আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকলো। আমরা জানি, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনে শক্তিশালী দল গঠনের চেষ্টা চালিয়ে যাবো। ধন্যবাদ আপনাদের নিরন্তর সমর্থনের জন্য।

এদিকে গতকালই দলটি সরাসরি চুক্তিতে থিসারা পেরেরাকে দলে ভিড়িয়েছে। এবারের বিপিএলে পুরো আসরেই খেলবেন লঙ্কান এই অলরাউন্ডার। দেশি ক্রিকেটারদের মধ্যে কদিন আগেই মুস্তাফিজুর রহমানকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে যোগ দিচ্ছেন তানজিদ হাসান তামিমও।

বাংলাদেশের দুই ক্রিকেটারের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও সরাসরি চুক্তি করছে তারা। সবকিছু ঠিক থাকলে বিপিএলের ঢাকা পর্ব খেলতে আসবেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। তারকায় ঠাসা দল সাজাতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং আসিফ আলীর সঙ্গেও কথা বলছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।

যদিও তাদের দুজনের আসার বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে চুক্তি করতে পারলে ইমাদ ও আসিফ দুজনই পুরো মৌসুমের জন্য খেলতে আসবেন। দুর্দান্ত ঢাকা সরে যাওয়ায় বিপিএলের এবারের আসরে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। ধারণা করা হচ্ছে, বিদেশি ও দেশিদের মিশেলে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সাজাতে চায় তারা। দলটির চেয়ারম্যানও দিয়েছেন এমনই বার্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়