শিরোনাম
◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম ◈ বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ ◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটার মোহাম্মদ সিরাজ ভারতীয় পুলিশের ডিএসপি হলেন

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজকে সে দেশের তেলেঙ্গানার ডিজিপির তত্ত্বাবধানে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হিসেবে নিযুক্ত করা হয়। শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, ডিজিপি অফিসে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জিতেন্দরের সাথে সাক্ষাতের পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়া-ও পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী, বার্বাডোসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে অবদান রাখার পর সিরাজ নিজ শহরে ফিরে এলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভানৎ রেড্ডি, তাকে ৭৮ নম্বর রোড, জুবিলি হিলস, হায়দরাবাদে অবস্থিত একটি জমি উপহার দিয়েছেন।মোহাম্মদ সিরাজ হলেন ডিএসপি, উপহার পেলেন জমি
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ। ফাস্ট বোলার হিসেবে ফ্যানদের কাছে বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি, ভারতের তেলেঙ্গানার ডিজিপির তত্ত্বাবধানে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) হিসেবে নিযুক্ত করা হয় এই ক্রিকেটারকে। শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, ডিজিপি অফিসে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তেলেঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জিতেন্দরের সাথে সাক্ষাতের পরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়া-ও পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী, বার্বাডোসে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ে অবদান রাখার পর সিরাজ নিজ শহরে ফিরে এলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভানৎ রেড্ডি, তাকে ৭৮ নম্বর রোড, জুবিলি হিলস, হায়দরাবাদে অবস্থিত একটি জমি উপহার দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়